Tuesday, October 14, 2025

বিসিবিতে পরিচালকের পদে নির্বাচনে মনোনয়ন দিচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল


ছবিঃ (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | সিলেট:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল মঙ্গলবার ঘোষণা করেছেন, তিনি আসন্ন নির্বাচনে পরিচালক পদে মনোনয়ন দেবেন। সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে তিনি বলেন, “দেশের প্রয়োজনে আরও কাজ করব। অক্টোবরের প্রথম সপ্তাহে সঠিক নির্বাচন সম্পন্ন করা হবে। এখানে সভাপতি নির্বাচন হয় না, পরিচালক নির্বাচিত হন। আমি সেই পদে থাকার চেষ্টা করব।”

গত সোমবার (১ সেপ্টেম্বর) সিলেটে একটি পাঁচতারকা হোটেলে বিসিবির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, অক্টোবরের প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হবে বিসিবির নির্বাচন।

বিসিবির সংবিধান অনুযায়ী, কার্যনির্বাহী কমিটির মেয়াদ চার বছর। সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০২১ সালের ৬ অক্টোবর। সংবিধান অনুযায়ী, ২০২৫ সালের ৭ অক্টোবরের মধ্যে পরবর্তী নির্বাচন সম্পন্ন করতে হবে।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, পরিচালক নির্বাচিত হন তিনটি ক্যাটাগরিতে। ঢাকাভিত্তিক ক্লাবের ৭৬ জন কাউন্সিলরের ভোটে ১২ জন, আঞ্চলিক ও জেলা প্রতিনিধিদের ভোটে ১০ জন এবং অন্যান্য প্রতিনিধি কোটায় ১ জন নির্বাচিত হন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত করেন ২ জন পরিচালক। এরপর এই ২৫ জন পরিচালক ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচন করেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন