- ১৩ অক্টোবর, ২০২৫
PNN নিউজ ডেস্ক | খুলনা :
খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে, যার পরিমাণ ৭১৯ কোটি ৫০ লাখ ৩৬ হাজার টাকা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় কেসিসির শহীদ আলতাফ মিলনায়তনে শহরের প্রশাসক ও বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার বাজেট ঘোষণা করেন।
প্রস্তাবিত বাজেটে রাজস্ব তহবিলের সম্ভাব্য আয় ধরা হয়েছে ৪৫৫ কোটি ৯৩ লাখ ৭৩ হাজার টাকা, আর রাজস্ব ব্যয় ধরা হয়েছে ২৭৭ কোটি ৬৫ লাখ ৭৭ হাজার টাকা। নতুন কোনো কর আরোপ করা হয়নি।
গত অর্থবছরে কেসিসির প্রস্তাবিত বাজেটের লক্ষ্যমাত্রা ছিল ৯৮১ কোটি ৯৯ লাখ ৭৮ হাজার টাকা, যা সংশোধিত আকারে দাঁড়িয়েছে ৬১৮ কোটি ২৫ লাখ ৭ হাজার টাকায়। বাজেট বাস্তবায়নের হার ছিল নিজস্ব তহবিলের জন্য ৬৮.৯৪ শতাংশ এবং উন্নয়ন তহবিলের জন্য ৪৮.৩৪ শতাংশ।
কেসিসি পরিচালক ফিরোজ সরকার বাজেটকে উন্নয়নমুখী আখ্যায়িত করে বলেন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা দূরীকরণ, স্বাস্থ্য ও বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং সিটি কর্পোরেশনের স্থাপনা রক্ষণাবেক্ষণে গুরুত্ব দেওয়া হয়েছে। বাজেটে নাগরিক সেবা সম্প্রসারণ, পার্ক ও বাজার আধুনিকায়ন, ডেঙ্গু মোকাবিলায় সচেতনতা, জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিপূরণসহ বস্তি এলাকার অবকাঠামো উন্নয়ন অন্তর্ভুক্ত রয়েছে।
তিনি আরও জানান, বাজেটে নিয়মিত ও মাস্টার রোল কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধির কারণে সংস্থাপন ব্যয় বাড়লেও রাজস্ব খাত থেকে ১১৪ কোটি ৮৯ লাখ ৫ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে ১০০ কোটি ২৩ লাখ ৫ হাজার টাকা উন্নয়ন খাতে, ১৪ কোটি ৬৬ লাখ টাকা রক্ষণাবেক্ষণ খাতে এবং ৭ কোটি ৯০ লাখ টাকা মূলধন খাতে বরাদ্দ রয়েছে।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ শেখ মো. সাকিব রায়হানের পরিবার, সাবেক মেয়র মুক্তিযোদ্ধা মো. মনিরুজ্জামান মনি, ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা শরীফ আসিফ রহমান, বাজেট অফিসার, চিফ প্ল্যানিং অফিসার, প্রধান প্রকৌশলী ও অন্যান্য কর্মকর্তারা।