- ১৩ অক্টোবর, ২০২৫
জেলার চারটি সংসদীয় আসনের পুনর্বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত ঐক্য পরিষদের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের শেষ দিনে মোড়েলগঞ্জে উপজেলায় পালিত হয়েছে কঠোর কর্মসূচি। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে মোড়েলগঞ্জে পৌরসভা ও ১৬টি ইউনিয়নের বাজার ও দোকানপাট বন্ধ রাখা হয়। একই সঙ্গে সকল শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ ছিল।
নব্বইরশি ও ছোলমবাড়িয়া বাসস্ট্যান্ড থেকে মোড়েলগঞ্জে , শরণখোলা ও বাগেরহাটগামী সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। বন্ধ ছিল নৌযান চলাচলও, যার কারণে সাধারণ যাত্রীদের মধ্যে চরম দুর্ভোগ সৃষ্টি হয়।
উপজেলা প্রশাসনের অফিসসমূহও কার্যক্রমে স্থবির হয়ে পড়ে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়সহ সরকারি অফিসগুলোর কার্যক্রম বন্ধ ছিল এবং উপজেলা নির্বাচন অফিস তালাবদ্ধ ছিল।
দিনভর হরতাল সমর্থকরা বিভিন্ন এলাকায় টায়ার জ্বালানো, গাছ ফেলা ও সড়ক অবরোধসহ বিক্ষোভ কর্মসূচি পালন করেন। জেলা বিএনপির নেতা কাজী খায়রুজ্জামান শিপনের নেতৃত্বে নব্বইরশি বাসস্ট্যান্ড, পল্লীমঙ্গল, সোমাদ্দারখালী, তেতুলবাড়িয়া, আমতলা ও অন্যান্য স্থানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এছাড়া নব্বইরশি বাসস্ট্যান্ড এলাকায় সর্বদলীয় সম্মিলিত ঐক্য পরিষদের পক্ষ থেকেও একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, “নির্বাচন কমিশনের অযৌক্তিক ও অবৈধ সিদ্ধান্ত আমরা কোনোভাবেই মেনে নেব না। বাগেরহাটের চারটি আসনের পুনর্বহালের ঘোষণা না দেওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।”
হরতালের কারণে জনজীবনে চরম দুর্ভোগ সত্ত্বেও কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। তারা দাবি করেছেন, এটি শুধুমাত্র রাজনৈতিক দাবি নয়, বরং বাগেরহাটের মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন।