- ১৩ অক্টোবর, ২০২৫
খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের ১৭তম ব্যাচের শিক্ষার্থী এবং খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (কুআ)-এর সদস্য পুষ্প মালা দাস (রোল নং: 172830) গতকাল মারা গেছেন। তাঁর অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দেওয়া এক শোকবার্তায় বলা হয়, আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহপাঠীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
অ্যালামনাই অ্যাসোসিয়েশন (কুআ) জানিয়েছে, পুষ্প মালা দাস ছিলেন একজন মেধাবী শিক্ষার্থী এবং সংগঠনের একজন সক্রিয় সদস্য। তাঁর এভাবে চলে যাওয়া অপ্রত্যাশিত ও অপূরণীয় ক্ষতি।
শোকবার্তায় আরও জানানো হয়, কুআ পরিবার প্রয়াত শিক্ষার্থীর স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে।
এই করুণ ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
ছবিঃ ইন্টারনেট হতে সংগৃহীত (১৬ই জুন ২০২৫)