- ১৩ অক্টোবর, ২০২৫
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ নিশ্চিত না হওয়া পর্যন্ত টানা অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। আজ রোববার (১৬ জুন) বেলা পৌনে ১২টায় নগর ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ ঘোষণা দেন তিনি।
ইশরাক বলেন, “আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি, সাংবিধানিকভাবেই বৈধ। গায়ের জোরে নয়, আমি জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। সরকার যদি এই সমস্যার দ্রুত সমাধান না করে, তবে তারাই সংবিধান লঙ্ঘনের দায় নেবে।”
তিনি আরও জানান, আন্দোলন চলাকালেও নাগরিকদের জরুরি সেবা—বিশেষ করে জন্ম ও মৃত্যুনিবন্ধন—চালু থাকবে তাঁর নিজস্ব তত্ত্বাবধানে। তবে উন্নয়ন সংক্রান্ত এবং অন্যান্য প্রশাসনিক কার্যক্রম আপাতত বন্ধ থাকবে। এ সময় তিনি নগর ভবনের প্রধান ফটকে ঝুলে থাকা তালা না খোলার কথাও জানান, যেটিকে তিনি ‘আন্দোলনের প্রতীক’ হিসেবে উল্লেখ করেন।
আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখতে তিনি নগর ভবনের নিচতলার শীতলক্ষ্যা কক্ষে করপোরেশনের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে বৈঠক করেন। সেখানে জরুরি সেবা কীভাবে সীমিতভাবে পরিচালিত করা যাবে, সে বিষয়ে আলোচনা হয়।
উল্লেখ্য, ঈদের আগে ১৪ মে থেকে ইশরাকের সমর্থকেরা ‘ঢাকাবাসী’ ব্যানারে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন। ১৮ দিন চলা এ কর্মসূচি ঈদের ছুটির জন্য সাময়িক স্থগিত ছিল। ঈদের পর প্রথম কার্যদিবসেই তাঁরা আবার আন্দোলনে ফিরে আসেন।
এদিকে আন্দোলনের কারণে আজও নগর ভবনের প্রধান ফটকসহ সব প্রবেশপথে তালা ঝুলতে দেখা গেছে। এর ফলে দিনের শুরু থেকেই সকল ধরনের নাগরিক সেবা কার্যক্রম বন্ধ রয়েছে।
ইশরাক হোসেন বলেন, “এই কর্মসূচি বিরতিহীনভাবে চলবে। আমরা এর মধ্যেই জরুরি সেবা চালুর প্রক্রিয়া শুরু করছি।”
ছবিঃ বিএনপি নেতা ইশরাক হোসেন নগরভবনে সভা করছেন, নামের আগে ‘মাননীয় মেয়র’ (সংগৃহীত ছবি)