- ১৩ অক্টোবর, ২০২৫
ইরান থেকে আসা ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষাপটে জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস তাদের কর্মীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে। একই সঙ্গে, দূতাবাসের কর্মীদের তাদের পরিবারের সদস্যদের চাইলে ইসরায়েলের বাইরে সরিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এই পদক্ষেপ এমন এক সময় এলো যখন ইসরায়েল-ইরান উত্তেজনা চরমে পৌঁছেছে এবং আকাশপথ কার্যত বন্ধ হয়ে পড়েছে। বর্তমানে দেশটির আন্তর্জাতিক বিমানবন্দরগুলো বন্ধ থাকায়, ইসরায়েল ছাড়ার একমাত্র পথ হচ্ছে স্থল সীমান্ত দিয়ে জর্ডানের মতো প্রতিবেশী দেশে গমন।
যদিও দূতাবাসের কর্মীদের সর্তক করা হয়েছে, তবুও জেরুজালেমে জরুরি কনস্যুলার সেবা চালু থাকবে বলে জানানো হয়েছে। মার্কিন কর্তৃপক্ষ এ পরিস্থিতিকে 'উচ্চ ঝুঁকিপূর্ণ ও দ্রুত পরিবর্তনশীল' হিসেবে আখ্যা দিয়েছে।
এদিকে, ব্রিটেনও তাদের নাগরিকদের ইসরায়েল ভ্রমণে কঠোর সতর্কতা দিয়েছে। ইউকে ফরেন অফিসের হালনাগাদ নির্দেশনায় বলা হয়, “এই পরিস্থিতি খুব দ্রুত অবনতির দিকে যেতে পারে এবং এতে জীবন ঝুঁকির সম্ভাবনা রয়েছে।” এর আগে ব্রিটিশ নাগরিকদের শুধু অতি জরুরি প্রয়োজনে ইসরায়েল ভ্রমণের পরামর্শ দেওয়া হয়েছিল।
ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান পাল্টাপাল্টি হামলা এখন শুধু দুই দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার নয়, বরং আন্তর্জাতিক কূটনৈতিক নিরাপত্তা ব্যবস্থাকেও বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে।
ছবি: এএফপি জেরুজালেম। (১৬ই জুন ২০২৫)