- ১৩ অক্টোবর, ২০২৫
ইরানে সরকারি সিদ্ধান্তে দেশজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার পর প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক তাঁর স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট পরিষেবা স্টারলিংক চালু করেছেন। শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে তিনি সংক্ষেপে লেখেন, “The beams are on,” অর্থাৎ “সংযোগ চালু হয়েছে।”
শুক্রবার ইরান সরকার নিরাপত্তাজনিত কারণে সারা দেশে ইন্টারনেট বন্ধ করে দেয়। দেশটির যোগাযোগ মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ার শঙ্কায় সরকার এই সিদ্ধান্ত নেয়।
ওয়াশিংটন টাইমস জানায়, ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ায় ইরানের জনগণ আন্তর্জাতিক সংবাদ ও তথ্য থেকে একপ্রকার বিচ্ছিন্ন হয়ে পড়েন। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টকশো উপস্থাপক মার্ক লেভিন এক আহ্বান জানান ইলন মাস্ককে, যাতে তিনি স্টারলিংক সেবা চালু করে ইরানি জনগণকে বিকল্প সংযোগ দেন। লেভিনের ভাষায়, “এটি ইরানের দমননীতির কফিনে শেষ পেরেক ঠুকে দেবে।”
সেই আহ্বানের পরপরই স্টারলিংকের মাধ্যমে ইরানে ইন্টারনেট পুনরায় চালুর ঘোষণা দেন মাস্ক। প্রযুক্তি ও মানবাধিকারের সমন্বয়ে নেওয়া তাঁর এই পদক্ষেপকে অনেকেই স্বাগত জানিয়েছেন।
উল্লেখ্য, স্টারলিংক হচ্ছে ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্স-এর একটি প্রকল্প, যা পৃথিবীর কাছাকাছি কক্ষপথে থাকা হাজারো উপগ্রহ ব্যবহার করে সারা বিশ্বে, বিশেষত সংযোগবিচ্ছিন্ন বা প্রত্যন্ত অঞ্চলে, উচ্চগতির ইন্টারনেট সেবা প্রদান করে।
বিশ্লেষকদের মতে, ইরানে ইন্টারনেট চালুর এই উদ্যোগ রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের নতুন মাত্রা তৈরি করতে পারে। তবে সরকার কীভাবে এই বিকল্প সংযোগের প্রতিক্রিয়া জানাবে, সেটিই এখন দেখার বিষয়।
ছবিঃ ইন্টারনেট হতে সংরিহিত(১৬ই জুন ২০২৫)