- ১৯ জানুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। খুলনা
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক ও স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
‘এ’ ইউনিটের আওতায় বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের জন্য এ ভর্তি পরীক্ষা খুলনা, ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম—এই চারটি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন মোট ৩৮ হাজার ৯৬১ জন পরীক্ষার্থী।
একই দিন বেলা ১১টা ৪০ মিনিট থেকে দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত স্থাপত্য স্কুলে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য আলাদা করে ড্রইং পরীক্ষা নেওয়া হয়।
এদিকে শুক্রবার বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ‘বি’ ইউনিটের (জীববিজ্ঞান স্কুল) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ ইউনিটে অংশ নিচ্ছেন ২৮ হাজার ৯৬৮ জন পরীক্ষার্থী। ‘বি’ ইউনিটের পরীক্ষাও একই চারটি কেন্দ্রে একযোগে নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, দুই দিনব্যাপী এই ভর্তি পরীক্ষায় চারটি ইউনিটের মোট ১ হাজার ১০৯টি আসনের বিপরীতে অংশ নিচ্ছেন ১ লাখ ৮ হাজার ২৬৬ জন শিক্ষার্থী। সে হিসেবে প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন গড়ে প্রায় ৯৭ জন ভর্তিচ্ছু।
খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ভর্তি পরীক্ষা সুষ্ঠু, নিরপেক্ষ ও নিরাপদভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পরীক্ষাকেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সার্বিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।