Tuesday, October 14, 2025

খেলাপি ঋণ নবায়নে বাংলাদেশ ব্যাংকের ছাড়ে দীর্ঘমেয়াদি ঝুঁকি দেখছে মুডিস


ছবিঃ বাংলাদেশের ব্যাংক খাত নিয়ে যে সতর্কবার্তা দিল মুডিস (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

আন্তর্জাতিক ঋণমান নির্ধারণকারী সংস্থা মুডিস জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক খেলাপি ঋণ নবায়নের সুবিধা দেশের ব্যাংক খাতের জন্য দীর্ঘমেয়াদে ঝুঁকিপূর্ণ হতে পারে। সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে তারা উল্লেখ করে, ২ শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে সর্বোচ্চ ১০ বছর মেয়াদে ঋণ নবায়নের সুযোগ সাময়িকভাবে খেলাপি ঋণের চিত্র কমালেও বাস্তবে ঋণ আদায়ের সংস্কৃতিকে দুর্বল করবে।

প্রতিবেদনে বলা হয়, গ্রেস পিরিয়ডের কারণে ঋণগ্রহীতার প্রকৃত পরিশোধ সক্ষমতা যাচাই বিলম্বিত হবে। এতে ব্যাংক খাতের ঝুঁকি বাড়ার পাশাপাশি মামলা প্রত্যাহার ও ঋণ স্থগিতের নিয়মও আদায় প্রক্রিয়ায় বড় বাধা হয়ে দাঁড়াবে।

মুডিসের হিসাব অনুযায়ী, ২০২৪ সালে যেখানে খেলাপি ঋণের হার ছিল মোট বিতরণকৃত ঋণের ১১.১ শতাংশ, ২০২৫ সালের মার্চে তা দ্বিগুণ বেড়ে দাঁড়িয়েছে ২৪.১ শতাংশে। এ ছাড়া ঝুঁকিপূর্ণ সম্পদের বিপরীতে ব্যাংকগুলোর মূলধন নেমে এসেছে মাত্র ৩.১ শতাংশে, যা নির্ধারিত ন্যূনতম সীমার অনেক নিচে।

প্রতিবেদনে আরও বলা হয়, ইস্টার্ন ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং সিটি ব্যাংক তুলনামূলকভাবে স্থিতিশীল থাকলেও সামগ্রিকভাবে দেশের ব্যাংক খাতের জন্য নতুন এই নীতি “ক্রেডিট নেগেটিভ” বা ঋণঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন