- ১৩ অক্টোবর, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক |PNN
গত এক সপ্তাহে বাল্টিক সাগরে আকাশসীমা লঙ্ঘন ও ড্রোন হামলার মাধ্যমে ইউরোপীয় মিত্রদের ভয় দেখানোর কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করেছে রাশিয়া। ফিনল্যান্ডকে হুমকি দেওয়ার পর এবার এস্তোনিয়া ও জার্মানির আকাশসীমা ভঙ্গ করেছে মস্কো। এর আগে পোল্যান্ডে দুই ডজন ড্রোন পাঠিয়েছিল তারা।
জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনকে ঘিরে এই পদক্ষেপগুলো ইউরোপ, জাপান ও অস্ট্রেলিয়াকে একঘরে করার প্রচেষ্টা বলে মনে করছেন বিশ্লেষকেরা। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নাটকীয় পরিবর্তনে ঘোষণা দিয়েছেন যে ইউক্রেন তার হারানো ভূখণ্ড পুনরুদ্ধার করতে সক্ষম হবে।
ইউক্রেনের সেনাপ্রধান ওলেক্সান্দ্র সিরস্কিই জানিয়েছেন, দোনেৎস্ক অঞ্চলের দোব্রোপিল্লিয়া ও পোকরোভস্কে রাশিয়ার অগ্রযাত্রা ঠেকিয়ে দিয়েছেন তাদের সেনারা। আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ১৬৪ বর্গকিলোমিটার এলাকা মুক্ত করা হয়েছে এবং সাতটি বসতি পুনর্দখল করা হয়েছে বলে তিনি দাবি করেন।
তবে রাশিয়াও কিছু সাফল্যের কথা জানিয়েছে। দোনেৎস্কের মুরাভকা, জাপোরিঝিয়ার নোভোইভানোভকা এবং দিনিপ্রোপেত্রভস্কের বেরেজোভে দখলের ঘোষণা দিয়েছে মস্কো।
তীব্র সংঘর্ষের মধ্যেও ইউক্রেনের পুনর্দখল করা ভূখণ্ড প্রমাণ করছে, রাশিয়া অদম্য নয়—বরং ইউক্রেনের প্রতিরোধ ক্রমেই গতি পাচ্ছে।