- ১৩ অক্টোবর, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক |PNN
তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়্যেপ এরদোয়ান জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও আরব-মুসলিম দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠক ছিল “ফলপ্রসূ” এবং তিনি এর ফলাফলে “সন্তুষ্ট”। নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে আয়োজিত এ বৈঠকে গাজা যুদ্ধ বন্ধের উপায় নিয়ে আলোচনা হয়।
ট্রাম্পও বৈঠককে সফল আখ্যা দিয়ে বলেন, “ইসরায়েল ছাড়া সব বড় খেলোয়াড়” অংশ নিয়েছিলেন আলোচনায়। বৈঠকে উপস্থিত ছিলেন মিসর, ইন্দোনেশিয়া, জর্ডান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ নেতৃত্ব।
যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ট্রাম্প একটি প্রস্তাব দিয়েছেন যেখানে আরব ও মুসলিম দেশগুলো গাজায় শান্তিরক্ষী বাহিনী পাঠাতে সম্মত হলে ইসরায়েল সেনা প্রত্যাহার করবে। একই সঙ্গে পুনর্গঠন ও মানবিক সহায়তার জন্য তহবিল গঠনের বিষয়েও আলোচনা হয়েছে।
আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, আলোচনায় যুদ্ধবিরতি নিশ্চিত করা, বন্দিদের মুক্তি এবং মানবিক সংকট সমাধানকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
ইসরায়েল বৈঠকে সরাসরি অংশ না নিলেও প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে পরিকল্পনার বিষয়ে অবহিত করা হয়েছে। প্রস্তাবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের ভবিষ্যৎ ভূমিকার ইঙ্গিত থাকলেও হামাসকে সম্পূর্ণভাবে বাদ দেওয়া হয়েছে।
বৈঠকটি এমন সময়ে অনুষ্ঠিত হলো যখন গাজায় টানা দুই বছরের যুদ্ধ অন্তত ৬৫ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। বিশ্বব্যাপী ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঢল এবং যুদ্ধ দ্রুত শেষ করার দাবির মধ্যে যুক্তরাষ্ট্র ক্রমশই কূটনৈতিকভাবে একঘরে হয়ে পড়ছে বলে পর্যবেক্ষকদের মন্তব্য।