- ১৩ অক্টোবর, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক |PNN
ইসরায়েলি সেনাবাহিনীর তীব্র বিমান ও স্থল হামলায় যুদ্ধবিধ্বস্ত গাজায় আরও অন্তত ৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলি বাহিনী গাজার জনগণের ওপর আতঙ্ক সৃষ্টি করছে এবং হাজার হাজার মানুষকে জোরপূর্বক শহর ছাড়তে বাধ্য করছে।
এদিকে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জানিয়েছে, ইসরায়েলি ড্রোনের টহল, ধারাবাহিক বিস্ফোরণ ও যোগাযোগ বিচ্ছিন্ন করার কারণে সমুদ্র অবরোধ ভাঙার প্রচেষ্টা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।
সাম্প্রতিক তথ্যে জানা গেছে, উত্তর গাজায় অভিযানের সময় গিভাতি রিকনাইস্যান্স ইউনিটের এক ইসরায়েলি সেনা গুরুতর আহত হন। এর আগে স্থানীয় গণমাধ্যম জানিয়েছিল, গাজা সিটিতে রকেটচালিত গ্রেনেড হামলায় আরও একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। সামরিক তথ্য অনুযায়ী, অক্টোবর ২০২৩ থেকে এ পর্যন্ত গাজায় নিহত ইসরায়েলি সেনার সংখ্যা ৯১১-তে পৌঁছেছে।
এদিকে, সিরিয়ার কুনেইত্রা প্রদেশের গ্রামগুলোতেও প্রবেশ করেছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, সিদা আল-গোলান শহরে সাঁজোয়া যান নিয়ে প্রবেশ করেছে সেনারা এবং ঘরে ঘরে তল্লাশি চালিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, গোলান মালভূমির বাফার জোন দখল করে ইসরায়েল ১৯৭৪ সালের চুক্তি স্পষ্টভাবে লঙ্ঘন করেছে।
গাজার তুফাহ এলাকায় সর্বশেষ বিমান হামলায় অন্তত একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেকে। একই দিনে মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরে আরেক হামলায় প্রাণ হারিয়েছেন আরও একজন। পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে।