Tuesday, October 14, 2025

মাদারীপুরে গণসমাবেশ: আনুপাতিক প্রতিনিধিত্ব(পিআর) বাস্তবায়নের জোর দাবি ইসলামী আন্দোলনের


ছবিঃ গণসমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | মাদারীপুর :

২০০৮ সালের জাতীয় নির্বাচনে আনুষ্ঠানিকভাবে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির দাবি তোলা হয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে। মঙ্গলবার বিকেলে মাদারীপুর শহরের স্বাধীনতা অঙ্গনে আয়োজিত এক গণসমাবেশে সেই দাবির পুনরুল্লেখ করে দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেন, “সঠিক গণতন্ত্র প্রতিষ্ঠায় পিআর পদ্ধতির কোনো বিকল্প নেই।”

তিনি অভিযোগ করে বলেন, বিএনপি নিজেদের দুর্বল অবস্থান আড়াল করতেই এ পদ্ধতির বিরোধিতা করছে। একই সঙ্গে তিনি দাবি করেন, রাষ্ট্রীয় সংস্কার ও দৃশ্যমান বিচার কার্যকর হলে ভারত বাংলাদেশকে নিয়ন্ত্রণে রাখতে পারবে না, আর সেটিই প্রতিবেশী দেশটি চায় না।

চরমোনাই পীর আরও বলেন, জুলাই অভ্যুত্থানে হতাহত ও ক্ষতিগ্রস্ত মানুষের ন্যায়বিচার নিশ্চিত না করেই নির্বাচনকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, ইসলামী আন্দোলন নির্বাচন পেছাতে চায়—এমন প্রচারণা সরকার সমর্থিত মহলের ভ্রান্ত দাবি।

মাদারীপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে দলের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম এবং জামায়াতে ইসলামীর জেলা আমির মাওলানা মোকলেছুর রহমানসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

সমাবেশ শেষে বিভিন্ন দাবির পক্ষে একটি গণমিছিল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ইটেরপুল এলাকায় গিয়ে শেষ হয়।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন