Tuesday, October 14, 2025

জকসু নির্বাচনে নীতিমালা সংশোধনের দাবি, ৯ নতুন পদ যুক্ত করার প্রস্তাব ছাত্রদলের


ছবিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শরমীনের কাছে লিখিত আবেদন জমা দেন শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | ঢাকা:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে নীতিমালা সংশোধনের দাবি জানিয়েছে শাখা ছাত্রদল। সংগঠনটির পক্ষ থেকে এমফিল ও পিএইচডি শিক্ষার্থীদের ভোটার এবং প্রার্থী হওয়ার সুযোগ দেওয়ার পাশাপাশি নতুন করে ৯টি সম্পাদকীয় পদ সংযোজন এবং অর্থ সম্পাদক পদ বিলোপের প্রস্তাব দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শরমীন ও রেজিস্ট্রার অধ্যাপক শেখ গিয়াস উদ্দিনের কাছে লিখিত আবেদন জমা দিয়ে এসব দাবি তোলে তারা।

ছাত্রদলের প্রস্তাবিত নতুন পদগুলো হলো—স্বাস্থ্যবিষয়ক সম্পাদক, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী সম্পাদক, মিডিয়া ও যোগাযোগ সম্পাদক, সংস্কৃতিবিষয়ক সম্পাদক, দক্ষতা উন্নয়ন সম্পাদক, আইন ও মানবাধিকার সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, পরিবেশবিষয়ক সম্পাদক এবং মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক।

অর্থ সম্পাদক পদ বাতিলের পক্ষে যুক্তি দিয়ে ছাত্রদল নেতারা বলেন, কোষাধ্যক্ষের পাশাপাশি অর্থ সম্পাদক রাখা পুনরাবৃত্তিমূলক এবং সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি করতে পারে। ফলে এ পদ বিলোপ করা উচিত।

শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, শিক্ষার্থীদের অধিকার রক্ষা ও গণতান্ত্রিক চর্চা জোরদার করতে নীতিমালা সংস্কার অপরিহার্য। বিশেষ করে সংস্কৃতি, দক্ষতা উন্নয়ন, মানবাধিকার এবং বিজ্ঞান–প্রযুক্তি–সংক্রান্ত পদ সংযোজন ছাড়া শক্তিশালী জকসু গঠন সম্ভব নয়।

আগামী ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে জকসু নির্বাচন, যার রূপরেখা গত ১৭ সেপ্টেম্বর প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন