Saturday, January 10, 2026

কাজ আর ভ্রমণের মাঝেই নতুন বছরের পরিকল্পনা বিদ্যা সিনহা মিমের


ফাইল ছবিঃ বিদ্যা সিনহা মিম। (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

ভ্রমণপ্রেমী হিসেবে শোবিজ অঙ্গনে পরিচিত বিদ্যা সিনহা মিম। নতুন বছর শুরু হলেও কাজের ব্যস্ততার ফাঁকে ফাঁকে ঘোরাঘুরির ইচ্ছা ছাড়ছেন না এই লাক্স তারকা। তবে বড় সফরের আগে শেষ করতে চান হাতে থাকা দুটি সিনেমার শুটিং।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মালদ্বীপ ভ্রমণের ছবি শেয়ার করে আলোচনায় আসেন মিম। এ বিষয়ে তিনি জানান, ভ্রমণের প্রতি তাঁর ভালোবাসা নতুন নয়। লাক্স সুপারস্টার হওয়ার পর থেকেই দেশের বাইরে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছেন তিনি। মধ্যপ্রাচ্যের দেশগুলো প্রায় ঘোরা শেষ, এখন বাকি আছে ইউরোপ ও এশিয়ার কিছু অংশ। ভবিষ্যৎ পরিকল্পনায় রয়েছে লাতিন আমেরিকাও। মিমের ভাষায়, কাজ করা আর ভ্রমণ এই দুই নিয়েই আপাতত তাঁর জীবন পরিকল্পনা।

নতুন কোনো চরিত্রে অভিনয়ের আগে মানসিকভাবে নিজেকে ঝালিয়ে নিতেও ভ্রমণকে গুরুত্ব দেন তিনি। প্রতিবছরের শুরুতেই কোথায় যাবেন, সে অনুযায়ী আলাদা তালিকা করেন মিম। এবার তাঁর লক্ষ্য ইউরোপের কয়েকটি দেশ। পাশাপাশি বহুদিনের স্বপ্ন চীন ভ্রমণ। আগামী ঈদে চীন যাওয়ার পরিকল্পনা চূড়ান্ত বলেও জানান তিনি। স্বামী সনি পোদ্দারের সঙ্গে এসব ভ্রমণ উপভোগ করতে চান মিম। বিভিন্ন দেশের সংস্কৃতি, খাবার ও জীবনধারা কাছ থেকে দেখার মধ্যেই নিজেকে নতুন করে আবিষ্কার করেন বলে মনে করেন এই অভিনেত্রী।

কাজের সূত্রে এরই মধ্যে ভিন্নধর্মী অভিজ্ঞতাও হয়েছে মিমের। ‘ইয়েতি অভিযান’ ছবির শুটিংয়ে প্রথমবার বরফের চূড়ায় টানা ছয় দিন কাটাতে হয়েছে তাঁকে। মাইনাস ডিগ্রি তাপমাত্রায় শুটিংয়ের অভিজ্ঞতাকে জীবনের অন্যতম রোমাঞ্চকর স্মৃতি হিসেবে দেখছেন তিনি। একই জায়গায় দীর্ঘ সময় থাকা, বরফের মধ্যে বিভিন্ন অ্যাকটিভিটিতে অংশ নেওয়া সব মিলিয়ে এই অভিজ্ঞতা তাঁর কাছে বিশেষ হয়ে থাকবে বলে জানান মিম।

ব্যক্তিজীবনেও সুখী মিম। সম্প্রতি তাঁর বিবাহিত জীবনের চার বছর পূর্ণ হয়েছে। বিয়ের পর তিনি আরও দায়িত্বশীল ও গোছানো হয়েছেন বলে জানান। সংসার ও কাজ দুটোই সামলে চলছেন স্বাচ্ছন্দ্যে। রান্না প্রসঙ্গে হাসতে হাসতে বলেন, উৎসব বা হাতে সময় থাকলে রান্না করেন, তবে সংসার মানেই নিয়মিত রান্নাঘর এমন ধারণায় বিশ্বাসী নন তিনি।

নতুন বছর নিয়ে আশাবাদী এই অভিনেত্রী জানান, শুরু থেকেই তিনি পরিকল্পিতভাবে কাজ করেন। প্রতিবছরের মতো এবারও লক্ষ্য একটাই ভালো ভালো কাজ দর্শকদের উপহার দেওয়া। ২০২৬ সাল মিমের জন্য গুরুত্বপূর্ণ, কারণ বড় প্রযোজনা প্রতিষ্ঠানের একাধিক সিনেমা ও ওয়েব প্রজেক্ট রয়েছে তাঁর হাতে। তাই নতুন বছর নিয়ে প্রত্যাশাও অনেক বেশি।

Super Admin

PNN

Please Login to comment in the post!

you may also like