Tuesday, October 14, 2025

জুলাই মাসে রাজস্ব আদায়ে এনবিআরের চমক, প্রবৃদ্ধি প্রায় ২৫%


ছবিঃ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) (সংগৃহীত)

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায়ের গতি বাড়ছে। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে গত বছরের তুলনায় রাজস্ব আদায়ে প্রায় ২৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। বুধবার সংস্থাটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, জুলাই মাসে রাজস্ব আদায় হয়েছে ২৭ হাজার ২৪৯ কোটি টাকা। গত অর্থবছরের একই মাসে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ২১ হাজার ৯১৬ কোটি টাকা। অর্থাৎ এক বছরে প্রবৃদ্ধি হয়েছে ২৪ দশমিক ৩৩ শতাংশ।

খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে বেশি রাজস্ব এসেছে মূল্য সংযোজন কর (ভ্যাট) খাত থেকে। এ খাত থেকে আদায় হয়েছে ১১ হাজার ৩৫২ কোটি টাকা, যা গত বছরের জুলাইয়ের তুলনায় ৩২ দশমিক ৪৫ শতাংশ বেশি।

এছাড়া আয়কর ও ভ্রমণ কর খাতে আদায় হয়েছে ৬ হাজার ২৯৫ কোটি টাকা, যেখানে গত বছর একই সময়ে আদায় ছিল ৫ হাজার ১৭৫ কোটি টাকা। এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ২১ দশমিক ৬৫ শতাংশ।

অন্যদিকে, আমদানি শুল্ক থেকে আদায় হয়েছে ৯ হাজার ৬০২ কোটি টাকা। গত বছর একই মাসে এ খাতে আদায় হয়েছিল ৮ হাজার ১৭০ কোটি টাকা। ফলে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৭ দশমিক ৫২ শতাংশ।

এনবিআর মনে করছে, ব্যবসায়িক কার্যক্রমের প্রসার, করদাতাদের সাড়া এবং কর প্রশাসনের কৌশলগত পদক্ষেপের ফলে রাজস্ব আদায়ে এ ইতিবাচক প্রবৃদ্ধি এসেছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন