- ১৩ অক্টোবর, ২০২৫
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আগামী ৫ আগস্ট (মঙ্গলবার) দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।
রবিবার (৪ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে বিজিএমইএ জানায়, সরকার ঘোষিত সাধারণ ছুটির সঙ্গে সংহতি প্রকাশ এবং দিবসটিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার প্রতিবছর ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে সাধারণ ছুটি হিসেবে ঘোষণা করেছে। যদিও শ্রম আইন অনুযায়ী (বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ধারা ১১৮ এবং শ্রম বিধিমালা, ২০১৫-এর বিধি ১১০ অনুযায়ী) পোশাক কারখানাগুলো বছরে ১১ দিনের নির্ধারিত উৎসব ছুটির বাইরে অন্য সাধারণ ছুটি পালনে বাধ্য নয়।
তবে, বিজিএমইএ বলছে, "আমরা শহীদদের স্মরণে এবং সরকারের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে সকল সদস্য কারখানাকে ৫ আগস্ট দিনটি সাধারণ ছুটি হিসেবে পালনের জন্য বিশেষভাবে অনুরোধ করছি।"
এই সিদ্ধান্তের ফলে দেশের তৈরি পোশাক খাতে কর্মরত লাখো শ্রমিক ওই দিন ছুটি উপভোগ করতে পারবেন, যা একদিকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো ও ঐতিহাসিক গুরুত্ব বহন করলেও, অন্যদিকে কর্মজীবীদের জন্যও স্বস্তিদায়ক একটি বিরতি হয়ে উঠবে।