Tuesday, October 14, 2025

সাজিদ হত্যার বিচার দাবিতে উত্তাল ইসলামী বিশ্ববিদ্যালয়, বিক্ষোভে শিক্ষার্থীদের স্লোগান


ছবিঃ সাজিদ হত্যার বিচার দাবিতে ফের উত্তাল ইবি (সংগৃহীত)

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহকে শ্বাসরোধে হত্যার প্রতিবাদে ফের উত্তাল হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সোমবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বটতলা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে গিয়ে শেষ হয়, পরে সেখানে অবস্থান কর্মসূচিতে অংশ নেন তারা।

বিক্ষোভে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শাখা ছাত্রদল, ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন, ছাত্র ইউনিয়ন এবং বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার নেতারা।

বিক্ষোভকারীরা ‘ফাঁসি চাই খুনিদের’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘ক্যাম্পাসে লাশ পড়ে, প্রশাসন কী করে’ সহ নানা স্লোগানে প্রকম্পিত করেন ক্যাম্পাস।

এর আগে, রবিবার (৩ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির কাছে সাজিদ হত্যার ভিসেরা প্রতিবেদন হস্তান্তর করে পুলিশ। ফরেনসিক প্রতিবেদনে উল্লেখ করা হয়, সাজিদকে প্রথমে শ্বাসরোধে হত্যা করে পরে তার মৃতদেহ পানিতে ফেলা হয়েছে। তার মৃত্যু হয়েছে ময়নাতদন্তের ৩০ ঘণ্টা আগে।

উল্লেখ্য, ১৭ জুলাই বিকেলে বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুরে ভাসমান অবস্থায় সাজিদের মরদেহ উদ্ধার করা হয়। তার সহপাঠী ও পরিবার অভিযোগ করেন, সাজিদ হত্যার শিকার হয়েছেন এবং এটি নিছক দুর্ঘটনা নয়।

সাজিদের এই নির্মম মৃত্যুতে ক্যাম্পাসজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। শিক্ষার্থীরা দ্রুত সময়ের মধ্যে খুনিদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন