Tuesday, October 14, 2025

জুলাই-আগস্টে রাজস্ব আদায়ে ২১ শতাংশ প্রবৃদ্ধি, এনবিআর-এর তথ্য


ছবিঃ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবন (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | ঢাকা:

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, ২০২৫ সালের জুলাই ও আগস্ট মাসে রাজস্ব আদায়ে ২১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এনবিআর-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগস্ট মাসে মোট রাজস্ব আদায় হয়েছে ২৭,১৭৪ কোটি টাকা, যা গত বছরের একই মাসের ২৩,০৮৯ কোটি টাকার তুলনায় ৪,০৮৪ কোটি টাকা বেশি। দুই মাসের (জুলাই-আগস্ট) মোট রাজস্ব আদায় হয়েছে ৫৪,৪২৩ কোটি টাকা, যা ২০২৪ সালের একই সময়ে ৪৫,০০৫ কোটি টাকার তুলনায় ২১ শতাংশ বৃদ্ধি নির্দেশ করছে।

স্থানীয় পর্যায়ের মূসক খাত থেকে আগস্ট মাসে সবচেয়ে বেশি ১১,০৮৫ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে, যা গত বছরের ৮,২৮৩ কোটি টাকার তুলনায় ৩৩.৮৩ শতাংশ বেশি। আয়কর ও ভ্রমণ কর থেকে আদায় হয়েছে ৮,৪৪২ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে আদায়কৃত ৬,৭৯৮ কোটি টাকার তুলনায় ২৪.১৭ শতাংশ বৃদ্ধি।

তবে আমদানি ও রপ্তানি খাতে আগস্টে আদায় হয়েছে ৭,৬৪৭ কোটি টাকা, যা গত বছরের ৮,০০৭ কোটি টাকার তুলনায় সামান্য কম। এই ঋণাত্মক প্রবৃদ্ধির কারণ হিসেবে আইবাস প্লাস প্লাস সিস্টেমে অর্থনৈতিক কোড পরিবর্তন উল্লেখ করা হয়েছে, যার ফলে কিছু রাজস্ব সেপ্টেম্বর মাসে জমা হবে।

এনবিআর জানিয়েছে, কর নেট সম্প্রসারণ, কর পরিপালন নিশ্চিতকরণ এবং কর ফাঁকি উদঘাটন কার্যক্রম চালিয়ে তারা রাজস্ব প্রবৃদ্ধিকে আরও জোরদার করার চেষ্টা করছে। এনবিআর আশাবাদী, করদাতারা নিয়ম মেনে সময়মতো কর পরিশোধ করে দেশের অর্থনৈতিক উন্নয়নে গর্বিত অংশীদার হবেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন