- ১৩ অক্টোবর, ২০২৫
PNN নিউজ ডেস্ক | রাজবাড়ী :
রাজবাড়ী সদর উপজেলার মুলঘর ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. আলীমুজ্জামানের বিরুদ্ধে জাল সনদ ব্যবহার, বয়স জালিয়াতি, পদোন্নতিতে প্রতারণা ও সরকারি অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিতভাবে তদন্তের দাবি জানানো হয়েছে।
অভিযোগকারী রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা আব্দুর রাজ্জাক শেখ। তিনি ৪ সেপ্টেম্বর দুদক চেয়ারম্যান ও ফরিদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের অনুলিপি বিভাগীয় কমিশনার, ঢাকা বিভাগ ও রাজবাড়ী জেলা প্রশাসকের কাছেও পাঠানো হয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, মো. আলীমুজ্জামান ১৯৮৭ সালে পিওন পদে যোগদানের সময় তার বয়স ১৪ বছর ৫ মাস দেখিয়ে সরকারি চাকরিতে নিয়োগ পান, যা ন্যূনতম বয়স (১৮ বছর) অনুযায়ী সম্পূর্ণ অবৈধ। এছাড়া তিনি ২০১২ থেকে ২০২৪ সাল পর্যন্ত সরকারি কাচারিতে পরিবারসহ বসবাস করেও বাড়িভাড়া ভাতা গ্রহণ করেছেন।
এই অভিযোগ প্রসঙ্গে আলীমুজ্জামান বলেছেন, “তদন্তে যদি আমি দোষী প্রমাণিত হই, চাকরি থেকে বরখাস্ত হলে তা মেনে নেবো।” সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পায়রা চৌধুরী বিষয়টি সাংবাদিকের মাধ্যমে প্রথম শুনেছেন।
অভিযোগকারী আব্দুর রাজ্জাক শেখ বলেন, “ভুয়া সনদ ও বয়স জালিয়াতির মাধ্যমে রাষ্ট্রীয় সুবিধা ভোগ করা হচ্ছে এবং পদোন্নতির তালিকায় শীর্ষে থাকা প্রশাসনিক স্বচ্ছতা ও ন্যায়বিচারের জন্য হুমকি। আমি সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।”