Tuesday, October 14, 2025

কোটালীপাড়ায় রাজনৈতিক বিরোধে যুবদল নেতা মারধরের শিকার, ছাত্রদল নেতা আহত


ছবিঃ কোটালীপাড়ার থানা (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | গোপালগঞ্জ:

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় রাজনৈতিক বিরোধের জেরে যুবদল নেতা সোহেল শিকদারকে স্বেচ্ছাসেবক লীগ নেতা পলাশ শিকদার ও যুবলীগ নেতা নাজমুল খান সহ একটি দলে মারধরের অভিযোগ উঠেছে। আহত সোহেল শিকদার বর্তমানে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন।

সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার গোপালপুর গ্রামে সোহেল শিকদারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। হামলার সময় তাকে রক্ষা করতে এগিয়ে আসেন স্থানীয় ছাত্রদল নেতা ইমন বখতিয়ার বাবুও, যিনি গুরুতর আহত হন। দুই নেতা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি রয়েছেন।

আহত সোহেল শিকদার অভিযোগ করেছেন, যুবদল করার অপরাধে তাকে হামলার শিকার করা হয়েছে। স্বেচ্ছাসেবক লীগ নেতা পলাশ শিকদারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে যুবলীগ নেতা নাজমুল খান এ ঘটনায় নিজের সম্পৃক্ততা অস্বীকার করেছেন।

কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, এখনো কোনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ মিললে তদন্তের পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন