- ১৩ অক্টোবর, ২০২৫
PNN নিউজ ডেস্ক | ঢাকা:
টঙ্গী সাহারা মার্কেটের সেমিপাকা টিনশেড গোডাউনে সোমবার দুপুরে কেমিক্যাল সংরক্ষণের গোডাউনে অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের চার কর্মী দগ্ধ হয়েছেন। জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দুজন ফায়ার সার্ভিসকর্মীর শরীরের শ্বাসনালীসহ শতভাগ পুড়ে গেছে। অন্য একজনের শরীরের ৪২ শতাংশ এবং এক কর্মীর মাত্র ৫ শতাংশ দগ্ধ হয়েছে।
ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, আগুন নেভানোর সময় গোডাউনে থাকা সোডিয়াম জাতীয় কেমিক্যাল বিস্ফোরিত হয়, যা ফায়ার সার্ভিস কর্মীদের আহত করে। আহতরা ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন।
আহতদের মধ্যে শামীম আহমেদ ও নুরুল হুদার অবস্থা সংকটাপন্ন, জয়ের প্রাথমিক চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হবে, এবং ইনস্পেক্টর খন্দকার জান্নাতুল নাইমের দগ্ধ পরিস্থিতি গুরুতর।