Monday, January 12, 2026

জকসু ভোটে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ দুই প্যানেলের


ফাইল ছবিঃ জকসু নির্বাচনে ভোটারদের লাইন। সমাজবিজ্ঞান ভবনের সামনে। আজ মঙ্গলবার দুপুরে (সংগৃহীত)

 PNN ডেস্ক রিপোর্ট: ঢাকা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের ভোট গ্রহণ শুরুর পরপরই বিতর্কের সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বমূলক আচরণের অভিযোগ তুলেছে দুটি প্রতিদ্বন্দ্বী ছাত্রজোট।

মঙ্গলবার সকালে ভোটগ্রহণ শুরু হওয়ার প্রায় দুই ঘণ্টার মধ্যেই পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযোগ তোলে ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল’ এবং ইসলামী ছাত্রশিবির-সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল

ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের ভিপি পদপ্রার্থী এ কে এম রাকিব বলেন, নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও একটি নির্দিষ্ট প্যানেলের ব্যালট টোকেন ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হয়েছে। শুরুতে বিষয়টি অস্বীকার করা হলেও প্রমাণ দেখানোর পর কমিশন হঠাৎ সব প্যানেলের জন্য টোকেন নেওয়ার অনুমতি দেয়। তবে বাস্তবে ভোটকেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তারা শুধু একটি প্যানেলের টোকেন গ্রহণ করছেন এবং অন্যদের বাধা দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। এ ধরনের আচরণকে তিনি নির্বাচন কমিশনের দ্বিমুখী নীতির উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

অন্যদিকে, অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম অভিযোগ করেন, ক্যাম্পাসের বাইরে প্রতিপক্ষের কর্মীরা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছে। তাঁর দাবি, নারী শিক্ষার্থীদের হয়রানি করা হচ্ছে এবং ভোটের নির্দেশনাসংবলিত চিরকুট কেড়ে নেওয়া হচ্ছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন, ভোট গণনার সময় আরও বড় ধরনের বিশৃঙ্খলা বা সহিংসতার ঘটনা ঘটতে পারে।

রিয়াজুল ইসলাম আরও বলেন, এসব অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের কাছে গেলে তারা বিষয়গুলো এড়িয়ে যাচ্ছে। তাঁর মতে, নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা না রেখে একটি পক্ষকে সুবিধা দিচ্ছে, যা পুরো নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে ফেলছে।

এদিকে ভোটকেন্দ্রগুলোতে ভোট গ্রহণ অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও উদ্বেগ দেখা গেছে। অভিযোগগুলোর বিষয়ে নির্বাচন কমিশন বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন