- ১০ জানুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কুইন্স বরোর এক নবীন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অনলাইন প্ল্যাটফর্মে আপত্তিকর কনটেন্ট প্রকাশের অভিযোগে তদন্ত শুরু করেছে নিউইয়র্ক পুলিশ বিভাগ-এর অভ্যন্তরীণ তদন্ত সংস্থা ইন্টারনাল অ্যাফেয়ার্স ব্যুরো (আইএবি)। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট সূত্রের বরাতে স্থানীয় সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
অভিযোগে বলা হয়, কুইন্সের এলমহার্স্ট এলাকার ১১০ নম্বর প্রিসিঙ্কটে কর্মরত পুলিশ কর্মকর্তা ড্যানাহ ব্যাটিনো একটি সাবস্ক্রিপশনভিত্তিক অনলাইন প্ল্যাটফর্মে নিজের ব্যক্তিগত ছবি প্রকাশ করেছিলেন। তিনি ২০২৫ সালের এপ্রিল মাসে এনওয়াইপিডিতে যোগ দেন। অভিযোগ অনুযায়ী, ওই কনটেন্টে শালীনতার প্রশ্ন ওঠায় বিভাগীয় বিধিভঙ্গের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ সূত্র জানায়, সহকর্মীদের মধ্যে ছবিগুলো ছড়িয়ে পড়ার পর ব্যাটিনো সংশ্লিষ্ট অ্যাকাউন্টটি বন্ধ করে দেন। তবে মামলার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র দাবি করেছে, পুলিশ বাহিনীতে যোগদানের আগেই তিনি ওই অ্যাকাউন্টটি খুলেছিলেন। সর্বশেষ কনটেন্ট কবে পোস্ট করা হয়েছিল—তা এখনো স্পষ্ট নয়।
জানা গেছে, উক্ত প্ল্যাটফর্ম অনলি ফ্যান্স-এ বিভিন্ন নির্মাতা সাবস্ক্রিপশন, লাইভ সেশন ও টিপসের মাধ্যমে আয় করেন। এনওয়াইপিডিতে নবীন পুলিশ কর্মকর্তার প্রারম্ভিক বেতন বছরে প্রায় ৬০ হাজার ডলার। অবসরপ্রাপ্ত এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানান, চাকরিতে যোগদানের সময় সব ধরনের আয়ের উৎস ঘোষণা করা বাধ্যতামূলক। এ ক্ষেত্রে কোনো তথ্য গোপন থাকলে তা চাকরি বাতিলের কারণ হতে পারে।
এদিকে, প্রার্থীদের যাচাই-বাছাই প্রক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ পটভূমি পরীক্ষা করা হলেও এ ধরনের কনটেন্ট আগে ধরা পড়েনি—এ নিয়ে প্রশ্ন তুলেছেন সমালোচকেরা। এক পুলিশ সূত্রের ভাষ্য, “যদি এখন পাওয়া যায়, তবে যাচাই প্রক্রিয়ায় কেন ধরা পড়েনি—এ প্রশ্ন উঠছে।”
তবে পুলিশ ইউনিয়ন এই ইস্যুতে কর্মকর্তার পক্ষে অবস্থান নিয়েছে। পুলিশ বেনেভোলেন্ট অ্যাসোসিয়েশন-এর সভাপতি প্যাট্রিক হেনড্রি বলেন, “যদি তিনি কোনো বেআইনি কাজ না করে থাকেন বা দায়িত্ব পালনে প্রভাব না পড়ে, তবে এটি তাঁর ব্যক্তিগত বিষয়। ব্যক্তিগত তথ্য প্রকাশ করা লজ্জাজনক।”
উল্লেখ্য, এর আগে ২০২২ সালে ডেট্রয়েট শহরে এক নবীন পুলিশ কর্মকর্তার অনলাইন কনটেন্ট নিয়ে তদন্তের পর তাঁকে সাময়িক বরখাস্ত করা হয় এবং পরে তিনি পদত্যাগ করেন।
এ ঘটনায় এনওয়াইপিডির চলমান তদন্তের ফলাফলের ওপরই ব্যাটিনোর ভবিষ্যৎ নির্ভর করবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।