Sunday, January 11, 2026

গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে যোগদানের আগ্রহ জানাল বাংলাদেশ


ছবিঃ সংগৃহীত

PNN নিউজ ডেস্ক:

গাজায় মোতায়েনের জন্য প্রস্তাবিত আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স—আইএসএফ)-এ যোগদানের আগ্রহ যুক্তরাষ্ট্রকে জানিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই আগ্রহ নীতিগত পর্যায়ে প্রকাশ করা হয়েছে এবং এটি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর গাজা পরিকল্পনার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

বাংলাদেশ সরকারের এক বিবৃতিতে জানানো হয়, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের কূটনীতিক অ্যালিসন হুকার এবং পল কাপুর-এর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি গাজায় মোতায়েনের জন্য গঠিতব্য আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর অংশ হতে বাংলাদেশের আগ্রহের কথা নীতিগতভাবে তুলে ধরেন।

তবে বিবৃতিতে বাংলাদেশের সম্ভাব্য অংশগ্রহণের ধরন, পরিমাণ বা ভূমিকা সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য জানানো হয়নি। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত নভেম্বরের মাঝামাঝি সময়ে গৃহীত এক প্রস্তাবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গাজায় সাময়িক একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনের অনুমোদন দেয়। ওই প্রস্তাব অনুযায়ী, তথাকথিত ‘বোর্ড অব পিস’ এবং তাদের সঙ্গে কাজ করা দেশগুলো এই বাহিনী প্রতিষ্ঠা করবে। চলতি বছরের অক্টোবর থেকে গাজায় কার্যকর হওয়া যুদ্ধবিরতির প্রেক্ষাপটেই এ উদ্যোগ নেওয়া হয়।

এ পর্যন্ত খুব অল্প কয়েকটি দেশ প্রকাশ্যে আইএসএফে যোগদানের আগ্রহ জানিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা দ্য টাইমস অব ইসরায়েল-কে দেওয়া বক্তব্যে আইএসএফে সদস্য সংগ্রহ নিয়ে উদ্বেগের বিষয়টি খাটো করে দেখিয়েছেন। তিনি বলেন, এই বাহিনীর ম্যান্ডেট প্রাথমিকভাবে যতটা বিস্তৃত ভাবা হয়েছিল, বাস্তবে তা তার চেয়ে সীমিত হবে। ফলে সদস্য দেশগুলোর সেনাদের সরাসরি হামাস-এর বিরুদ্ধে যুদ্ধে জড়াতে হবে না—এটি স্পষ্ট হলে আরও দেশ সেনা পাঠাতে সম্মত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে বাংলাদেশের সম্ভাব্য অংশগ্রহণ আঞ্চলিক ও আন্তর্জাতিক কূটনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন