- ০৪ ডিসেম্বর, ২০২৫
PNN নিউজ ডেস্ক। ঢাকা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও ছাত্রঅধিকার পরিষদ যৌথ উদ্যোগে ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ নামে সমন্বিত প্যানেল ঘোষণা করা হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনের সামনে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব প্যানেলটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। এসময় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তবে ঘোষিত প্যানেলের বিরুদ্ধে বিদ্রোহ জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ১৮ ব্যাচের একদল শিক্ষার্থী। তারা এই প্যানেলকে ‘ভাড়াটিয়া প্যানেল’ আখ্যা দিয়ে রফিক ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। তথ্য অনুযায়ী, ১৮ ব্যাচের প্রায় ৩০–৩৫ শিক্ষার্থী রাকিব ও নাছিরকে উদ্দেশ্য করে বিভিন্ন স্লোগান দেন, যেমন – ‘ভুয়া ভুয়া’, ‘আঠারো, আঠারো’, ‘গর্জে উঠো আঠারো’, ‘অন্যায়ের বিরুদ্ধে আঠারো’। পরে তারা বিক্ষোভ মিছিলও পরিচালনা করে।
বিক্ষোভকারীদের দাবি, জকসু নির্বাচনে ১৮ ব্যাচের শিক্ষার্থী কমপক্ষে ৫ জন প্রতিনিধি প্যানেলে থাকা উচিত। এছাড়া, প্যানেল ঘোষণার পূর্বে তাদের সাংগঠনিক পরিচয় নিশ্চিত করতে হবে। এই দাবি পূরণ না হলে তারা ঐক্যবদ্ধ ১৮ ব্যাচ এক্সক্লুসিভ প্যানেল ঘোষণা করবে।
ঘোষিত প্যানেলের গুরুত্বপূর্ণ পদসমূহ হলো:
সহ-সভাপতি: একেএম রাকিব (ছাত্র অধিকার পরিষদ)
সাধারণ সম্পাদক: খাদিজাতুল কুবরা (ছাত্রদল যুগ্ম আহ্বায়ক)
সহ-সাধারণ সম্পাদক: বিএম আতিকুর রমান তানজিল (ছাত্রদল আহ্বায়ক সদস্য)
মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক: অনিক কুমার দাস
শিক্ষা ও গবেষণা সম্পাদক: নুসরাত চৌধুরী জাফরিন
বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: মো. মাশফিকুল ইসলাম রাইন
স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: আল শাহরিয়ার শাওন
আইন ও মানবাধিকার সম্পাদক: অর্ঘ্য শ্রেষ্ঠ দাস
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: অপু মুন্সী
সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক: তাকরিম আহমেদ
ক্রীড়া সম্পাদক: মো. কামরুল হাসান নাফিজ
পরিবহন সম্পাদক: মাহিদ হাসান
সমাজসেবা ও শিক্ষার্থীকল্যাণ সম্পাদক: মো. আনন বিন রহমান
পাঠাগার ও সেমিনার সম্পাদক: রিয়াসাল রাকিব
প্যানেলের নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন: ইমরান হাসান ইমন, সাদমান সাম্য, সুলতান মাহমুদ শুভ, মনিরুজ্জামান মনির, তৌহিদুল ইসলাম তানিম এবং মো. আরিফুল ইসলাম আরিফ। পরবর্তীতে আরও একজন নির্বাহী সদস্যের নাম ঘোষণা করা হবে।
শিক্ষার্থীদের মধ্যে সমর্থন ও বিরোধ উভয়ই লক্ষ্য করা গেছে। জকসু নির্বাচনের মাঠে এই প্যানেলকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা এবং নতুন বিতর্কের সূচনা হয়েছে।