Monday, January 19, 2026

জকসু নির্বাচন ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন, ৩০ ডিসেম্বরই হচ্ছে জকসু নির্বাচন


ছবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। কোনো ধরনের প্রতিবন্ধকতা নেই বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।

সোমবার (২২ ডিসেম্বর) স্বরাষ্ট্র উপদেষ্টাসহ সরকারের একাধিক উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপাচার্য বলেন, নির্বাচন আয়োজনে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি জানান, “নির্বাচন করতে কোথাও কোনো বাধা নেই। বরং শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।”

উপাচার্য আরও বলেন, উপদেষ্টারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেছেন এবং তাদের অভিজ্ঞতার আলোকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। এসব পরামর্শ বাস্তবায়নে কাজ করা হবে। নির্বাচন চলাকালে ক্যাম্পাসে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে এবং রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর তৎপরতাও জোরদার করা হবে।

এবার ভোট গণনায় প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে জানিয়ে তিনি বলেন, ব্যালট গণনা মেশিনের মাধ্যমে করা হবে এবং পর্যাপ্ত সংখ্যক মেশিন প্রস্তুত রাখা হবে, যাতে স্বচ্ছ ও দ্রুত ফলাফল ঘোষণা করা যায়।

জকসু নির্বাচনে এবার ২১টি পদের বিপরীতে মোট ১৫৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সহসভাপতি (ভিপি) পদে প্রার্থী রয়েছেন ১২ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ৮ জন।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, প্রচারণা শুরু হয়েছে ১৫ ডিসেম্বর এবং তা চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। ভোটগ্রহণ ও গণনা অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রত্যাশা, শিক্ষার্থী, প্রশাসন ও সংশ্লিষ্ট সবার সহযোগিতায় একটি শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য জকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন