- ১২ জানুয়ারি, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
জিএসটি (General, Science & Technology) গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির জন্য পুনরায় আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন প্রক্রিয়া সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টা থেকে শুরু হয়ে চলবে ১৬ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এ তথ্য জানিয়েছেন জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি কমিটির সচিব অধ্যাপক ড. মো. মনজুরুল হক।
প্রথমবারের মতো নওগাঁ বিশ্ববিদ্যালয়ও জিএসটি গুচ্ছভুক্ত হয়েছে। নওগাঁ বিশ্ববিদ্যালয়ে এই শিক্ষাবর্ষে দুটি বিভাগে শিক্ষার্থী ভর্তির অনুমোদন পাওয়ায় বর্তমানে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ২০টি। তবে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার কোনো কেন্দ্র থাকবে না। দ্বিতীয় পর্যায়ে আবেদনকারীরা তাদের পূর্বের নির্ধারিত কেন্দ্রের মধ্যে থেকে পরীক্ষা কেন্দ্র বেছে নেবেন।
বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা নওগাঁ বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্তি বিষয়টি বিবেচনা করে আবেদন করতে পারবেন। প্রথম পর্যায়ে (৩০ ডিসেম্বর পর্যন্ত) যারা আবেদন করেছিলেন, তারা দ্বিতীয় পর্যায়ে পরীক্ষাকেন্দ্র পরিবর্তনের সুযোগ পাবেন না।
জিএসটি গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে: ইসলামী বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়া), মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (টাঙ্গাইল), পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (ত্রিশাল), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (রংপুর), গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় (সিরাজগঞ্জ), ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি (গাজীপুর), নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়।
ভর্তি প্রক্রিয়া, নির্ধারিত সময়সীমা ও বিস্তারিত তথ্য www.gstadmission.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রথম ও দ্বিতীয় পর্যায়ের আবেদনকৃত শিক্ষার্থীদের যোগ্যতার ভিত্তিতে জিএসটি গুচ্ছের অন্তর্ভুক্ত সব বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচনা করা হবে।