- ১৯ জানুয়ারি, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
দেশের ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে গঠিত গুচ্ছভুক্ত (জিএসটি) ভর্তি ব্যবস্থায় ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদন করেছেন প্রায় পৌনে তিন লাখ শিক্ষার্থী। আবেদন কার্যক্রম শেষ হওয়া পর্যন্ত তিনটি ইউনিটে মোট ২ লাখ ৭৩ হাজার ৫৫৪ জন ভর্তিচ্ছু আবেদন জমা দিয়েছেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) গুচ্ছ ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আবেদনকারীদের মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে ‘এ’ ইউনিটে।
পরিসংখ্যান অনুযায়ী, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ‘এ’ ইউনিটে আবেদন করেছেন ১ লাখ ৫৯ হাজার ১৮৯ জন। মানবিক শাখার ‘বি’ ইউনিটে আবেদনকারীর সংখ্যা ৯০ হাজার ৪০৪ জন এবং বাণিজ্য বিভাগের ‘সি’ ইউনিটে আবেদন করেছেন ২৩ হাজার ৯৬১ জন শিক্ষার্থী।
গত ১০ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই ভর্তি আবেদনের কার্যক্রম প্রথমে ২৪ ডিসেম্বর রাত ১২টায় শেষ হওয়ার কথা থাকলেও শিক্ষার্থীদের সুবিধার্থে সময়সীমা বাড়িয়ে ৩০ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত করা হয়। বাড়তি সময়েও উল্লেখযোগ্য সংখ্যক আবেদন জমা পড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ভর্তি পরীক্ষার সূচি অনুযায়ী, আগামী ২৭ মার্চ ‘সি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হবে। এরপর ৩ এপ্রিল অনুষ্ঠিত হবে ‘বি’ ইউনিটের পরীক্ষা এবং সর্বশেষ ১০ এপ্রিল নেওয়া হবে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা।
গুচ্ছভুক্ত এই ১৯টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন অঞ্চলের নতুন ও প্রতিষ্ঠিত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো।