- ১৯ জানুয়ারি, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
কৃষি গুচ্ছভুক্ত সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) কেন্দ্রে পরীক্ষার্থীদের উপস্থিতি বাড়তে শুরু করেছে। শনিবার (৩ জানুয়ারি) দুপুরের পরীক্ষাকে সামনে রেখে সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থীরা দলে দলে ক্যাম্পাসে প্রবেশ করছেন।
বাকৃবি ক্যাম্পাসের প্রধান ফটকসহ বিভিন্ন প্রবেশপথে পরীক্ষার্থীদের সঠিক পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে দিকনির্দেশনা দিচ্ছেন স্বেচ্ছাসেবকরা। একই সঙ্গে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং প্রয়োজনীয় তথ্য সহায়তা প্রদান করা হচ্ছে। কেন্দ্র এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
আজ দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী এমসিকিউ পদ্ধতিতে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চলতি বছর কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ের মোট ৩ হাজার ৭০১টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৮৮ হাজার ২২৭ জন শিক্ষার্থী। এতে প্রতি আসনের জন্য গড়ে প্রায় ২৪ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন, যা এবারের ভর্তি পরীক্ষাকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলেছে।
কৃষি গুচ্ছের আওতায় থাকা বিশ্ববিদ্যালয়গুলো হলো—বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।
ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশের পাশাপাশি পরীক্ষার্থীদের মাঝে লক্ষ্য করা গেছে চাপ ও প্রত্যাশার মিশ্র অনুভূতি। কর্তৃপক্ষ আশা করছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হবে।