Tuesday, January 13, 2026

ঝুঁকিভিত্তিক তদারকিতে নতুন যুগে বাংলাদেশ ব্যাংক


প্রতীকী ছবিঃ বাংলাদেশ ব্যাংক (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

ব্যাংক খাতের শৃঙ্খলা ও স্থিতিশীলতা জোরদারে তদারকি ব্যবস্থায় বড় ধরনের সংস্কার এনেছে বাংলাদেশ ব্যাংক। প্রচলিত একরকম পরিদর্শন পদ্ধতি বাতিল করে এখন থেকে ঝুঁকিভিত্তিক বা রিস্ক বেইজড সুপারভিশন (আরবিএস) কাঠামোর আওতায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নজরদারিতে আনা হচ্ছে।

নতুন ব্যবস্থায় সব ব্যাংকের জন্য একই ধরনের তদারকি আর থাকছে না। বরং প্রতিটি ব্যাংকের আর্থিক অবস্থা, ব্যবস্থাপনা দক্ষতা, ঋণ ঝুঁকি ও শাসনব্যবস্থার মান বিশ্লেষণ করে তদারকির মাত্রা নির্ধারণ করা হবে। ব্যাংকগুলোর নিয়মিত জমা দেওয়া তথ্য ও ডেটা বিশ্লেষণের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে। প্রয়োজনে অতিরিক্ত তথ্য সংগ্রহ ও সরাসরি যাচাইও করা হবে।

এই কাঠামো কার্যকর করতে বাংলাদেশ ব্যাংকের তদারকি সংশ্লিষ্ট বিভাগগুলোও পুনর্গঠন করা হয়েছে। আগে যেখানে ১৩টি বিভাগ ছিল, সেখানে এখন তা বাড়িয়ে ১৭টি করা হয়েছে। এর মধ্যে ‘ব্যাংক সুপারভিশন’ নামে ১২টি আলাদা বিভাগ গঠন করা হয়েছে, যাতে বিভিন্ন শ্রেণির ব্যাংককে পৃথকভাবে তদারকি করা যায়। গতকাল রোববার থেকে আনুষ্ঠানিকভাবে নতুন এই ব্যবস্থা কার্যক্রম শুরু করেছে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, ঝুঁকিভিত্তিক তদারকির আওতায় কোনো ব্যাংকে অনিয়ম বা উচ্চ ঝুঁকি চিহ্নিত হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা, ব্যবস্থাপনা পরিচালক অপসারণ কিংবা পরিচালনা পর্ষদ পুনর্গঠনের সিদ্ধান্তও আসতে পারে। পরিস্থিতি জটিল হলে ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ প্রয়োগের পথও খোলা রাখা হয়েছে।

এ ছাড়া ব্যাংক সুপারভিশনের পাশাপাশি কারিগরি ও ডিজিটাল ব্যাংকিং তদারকি, ডেটা ব্যবস্থাপনা ও বিশ্লেষণ, তদারকি-সংক্রান্ত নীতিমালা প্রণয়ন, পেমেন্ট সিস্টেম নজরদারি এবং মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে নতুন করে আরও পাঁচটি বিভাগ গঠন করা হয়েছে। মানি লন্ডারিং সংক্রান্ত নতুন বিভাগটি বিশেষভাবে ব্যাংকগুলোর এ সংক্রান্ত ঝুঁকি ও কার্যক্রম পর্যবেক্ষণ করবে।

বাংলাদেশ ব্যাংকের মতে, এই সংস্কারের মাধ্যমে ব্যাংক খাতে আগাম ঝুঁকি শনাক্ত করা সহজ হবে এবং আর্থিক ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি আরও শক্তিশালী হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন