Tuesday, October 14, 2025

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের কার্যালয়ে ঝুলছে শেখ মুজিবুর রহমানের ছবি, শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া


ছবিঃ জবি প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যানের কার্যালয়ের ঝুলতে দেখা যায় শেখ মুজিবুর রহমানের ছবি (সংগৃহীত)

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যানের কার্যালয়ে এখনও ঝুলছে জাতির জনক শেখ মুজিবুর রহমানের ছবি। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশব্যাপী সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস ও আদালত থেকে শেখ মুজিবের ছবি সরিয়ে ফেলা হলেও, জবি প্রাণিবিদ্যা বিভাগের কার্যালয়ে তা এখনও ঝুলছে। বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

শিক্ষার্থীরা বলছেন, “যার নামের ওপর ভিত্তি করে গত সতেরো বছর স্বৈরাচার প্রতিষ্ঠিত হয়েছিল এবং যার নাম ও মুক্তিযুদ্ধের চেতনা ব্যবহার করে দুই হাজার ছাত্রজনতা নিহত হয়েছিল, সেই শেখ মুজিবের ছবি জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে কোথাও থাকা উচিত নয়।”

জবি শিক্ষার্থী ও সাবেক বৈষম্যবিরোধী আন্দোলনের আহ্বায়ক মাসুদ রানা বলেন, “৫ আগস্টের পর শেখ মুজিবের ছবি অপসারণের নির্দেশ অমান্য করে প্রাণিবিদ্যা বিভাগের কার্যালয়ে এখনো ছবি ঝুলে থাকা প্রমাণ করছে, প্রশাসনের ভেতরে আওয়ামী প্রভাবশালী চক্র সক্রিয় রয়েছে। এটি শুধু সরকারের সিদ্ধান্তের অবমাননা নয়, বরং দেশের গণতান্ত্রিক পরিবর্তনের বিরুদ্ধে ষড়যন্ত্র। আমরা অবিলম্বে ছবিটি অপসারণ এবং দায়ীদের আইনের আওতায় আনার আহ্বান জানাচ্ছি।”

জবি শাখা ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, “৫ আগস্ট পরবর্তী সময়ে এটি অপ্রত্যাশিত। যদি তিনি সংবিধান অনুযায়ী কাজ করতেন, তাহলে গণঅভ্যুত্থানকে অস্বীকার করতে হতো না। তার অবস্থান এখন প্রশ্নবিদ্ধ।”

ছবি ঝুলিয়ে রাখার বিষয়টি ব্যাখ্যা দিয়ে প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাদুব বলেন, “আমি জুলাই অভ্যুত্থানকে স্বীকার করি এবং শিক্ষার্থীদের পাশে ছিলাম। শেখ মুজিবের ছবি রাখা বা সরানোর বিষয়ে আমার ব্যক্তিগত কোনো ইচ্ছা নেই। প্রশাসনের পক্ষ থেকে আমাকে কোনও নির্দেশনা দেওয়া হয়নি। উপাচার্য যদি নির্দেশ দেন, আমি ছবিটি আজই সরিয়ে দিতে পারি।”

ড. মাদুব আরও বলেন, “বিপ্লবের বিপরীতে প্রতিবিপ্লব ঘটতে পারে। যারা এখন ছবিটি সরাচ্ছেন, তারা তখন সাংবিধানিক নীতি লঙ্ঘন করছেন কি না, সেটি বিবেচনা করতে হবে।”

শিক্ষার্থীরা আশা করছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত বিষয়টি সমাধান করবে এবং বৈতর্কপূর্ণ পরিস্থিতি এড়াবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন