- ১৯ জানুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয় আজ শুক্রবার (২৬ ডিসেম্বর)।
বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী এ পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষার আগে সকাল ১০টা থেকেই পরীক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের মূল ফটক দিয়ে প্রবেশ করিয়ে নির্ধারিত পদ্ধতিতে কেন্দ্রে ও হলে ঢুকতে দেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়।
এ বছর ‘এ’ ইউনিটে মোট ৮৬০টি আসনের বিপরীতে আবেদন করেন ৭২ হাজার ৪৭৪ জন শিক্ষার্থী। সে হিসেবে প্রতি আসনের জন্য প্রতিযোগিতা করেন প্রায় ৮৪ জন পরীক্ষার্থী, যা এই ইউনিটে উচ্চ প্রতিযোগিতার চিত্র তুলে ধরে।
ভর্তি পরীক্ষা মোট ১২টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এর মধ্যে ঢাকার বাইরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিনটি কেন্দ্র ছিল। ঢাকার ভেতরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ মোট ৯টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের ডিন অফিস ও ভর্তি পরীক্ষা কমিটি সূত্র জানায়, ঢাকার কেন্দ্রগুলোর মধ্যে ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা কলেজিয়েট স্কুল, কে এল জুবিলি হাই স্কুল অ্যান্ড কলেজ এবং বিআইএএম মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ।
পরীক্ষা শেষে শিক্ষার্থীদের অনেকে প্রশ্নের মান ও সময় ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত সময়ের মধ্যেই পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি নেওয়া হচ্ছে।