- ১৩ অক্টোবর, ২০২৫
স্টাফ রিপোর্টার | PNN:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের প্রভোস্ট অধ্যাপক আঞ্জুমান আরা সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে বিতর্কিত মন্তব্য করেছেন। হলের লাইব্রেরি থেকে নিয়মিত বই চুরির সংবাদ প্রকাশের পর তিনি সাংবাদিক ফাতেমা আলীকে ‘হলুদ সাংবাদিক’ হিসেবে আখ্যা দেন।
প্রভোস্ট আঞ্জুমান আরা মুঠোফোনে সাংবাদিককে উদ্দেশ্য করে বলেন, “ও আমার হলের শৃঙ্খলা কমিটিতে আসবে। নিউজের জন্য জবাবদিহি করবে। ওই আবার নিউজ করবে। এতো সময় নাই আমার সাংবাদিকদের সঙ্গে কথা বলার।” তিনি আরও বলেন, “আগে ছাত্রলীগ ছিল না? তারাই ভালো ছিল, ধরে ধরে পিটাইতো ঐটাই ঠিক ছিল।”
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত আছেন। তবে সাংবাদিকের সঙ্গে এমন আচরণের ঘটনা সম্পর্কে এখনও খোঁজ নেওয়া হচ্ছে। প্রয়োজনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
ঘটনার প্রেক্ষিতে হলের শৃঙ্খলা কমিটি ফাতেমা আলীকে রাত ১২ টার দিকে ডেকে নেন। বিষয়টি বিশ্ববিদ্যালয় মহলে এবং শিক্ষার্থী সমাজে বিতর্কের সৃষ্টি করেছে।