Tuesday, October 14, 2025

চাঁদপুরে তিন বছরের শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, চাচা–চাচি আটক


ছবিঃ তিন বছরের তাসনুহার বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN:

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এক ট্রাক ড্রাইভারের সন্তান, তিন বছরের তাসনুহার বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি বাড়ির পুকুর থেকে উদ্ধার করা হয় বৃহস্পতিবার রাত ১২টায়।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে তল্লাশি শুরু করলে রাতের সময় পুকুর থেকে তার লাশ পাওয়া যায়। পুলিশের তৎপরতায় শিশুটির চাচা রিপন ও চাচি সাথী আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

শাহরাস্তি থানার ওসি আবুল বাসার জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, শিশুটিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী তল্লাশি চালিয়ে শিশুটির চাচার ঘরের বিভিন্ন স্থানে রক্তের চিহ্ন দেখতে পেয়েছেন। বিস্তারিত তথ্য তদন্তের পর জানা যাবে।

স্থানীয় ইউপি সদস্য মাওলানা আমিনুল হক বলেন, “প্রাথমিকভাবে আমারই সন্দেহ হয়েছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশি করে শিশুটির হত্যায় জড়িতদের চিহ্ন পেয়েছে।”

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন