Tuesday, October 14, 2025

কুমিল্লা সীমান্তে পাঁচ কোটি টাকার ভারতীয় মোবাইল ও ভ্যান জব্দ


ছবিঃ কুমিল্লা সীমান্তের বিজিবি (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN:

কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলায় বিজিবি অভিযান চালিয়ে পাঁচ কোটি টাকার অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে ও একটি মিনি কাভার্ডভ্যান জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি। অভিযানটি ৪ সেপ্টেম্বর বিকালে জেলার কটক বাজার সীমান্ত এলাকায় পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, চোরাচালান প্রতিরোধ এবং আন্তসীমান্ত অপরাধ দমন কার্যক্রমের অংশ হিসেবে নিয়মিত অভিযান চালিয়ে আসছে। অভিযানের সময় সীমান্তের সাত কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের পালপাড়া এলাকায় টহল দলের দ্বারা মালিকবিহীন অবস্থায় ১৩ হাজার ৫২৭ পিস ভারতীয় মোবাইল ডিসপ্লে এবং একটি মিনি কাভার্ডভ্যান উদ্ধার করা হয়।

জব্দকৃত পণ্যের মূল্য ধরা হয়েছে প্রায় ৪ কোটি ৯৯ লাখ ৩৫ হাজার টাকা। বিজিবি জানিয়েছে, জব্দকৃত মালামাল কুমিল্লা কাস্টমসে জমা দেওয়া হবে বিধি মোতাবেক।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন