- ১৩ অক্টোবর, ২০২৫
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন ও সম্পূরক বৃত্তি প্রদানের দাবিতে শিক্ষার্থীরা উপাচার্য ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। রোববার (২৪ আগস্ট) দুপুর ৩টার দিকে এই কর্মসূচি শুরু হয়। এর আগে বেলা ১২টার দিকে শিক্ষার্থীরা উপাচার্যের কক্ষের সামনে ‘ব্রেক দ্য সাইলেন্স’ কর্মসূচি পালন করেন।
শিক্ষার্থীদের দুইটি মূল দাবি হলো—জকসু নির্বাচনের নীতিমালা চূড়ান্ত করে রোডম্যাপ ঘোষণা এবং সম্পূরক বৃত্তি প্রদান।
অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে জবি শাখা ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ বলেন, “আমরা যৌক্তিক দাবি নিয়ে বসেছি। প্রশাসনের নীরবতা ভাঙতেই এ কর্মসূচি। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের দাবি আটকে আছে—কেন এই দীর্ঘসূত্রতা, তা জানাতে হবে।”
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি একেএম রাকিব অভিযোগ করে বলেন, “মে মাসে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল দুই মাসের মধ্যে নীতিমালা প্রণয়ন করা হবে। কিন্তু তা হয়নি। প্রশাসনের ব্যর্থতার কারণেই আজ শিক্ষার্থীদের রাস্তায় নামতে হয়েছে।”
একই দাবিতে বাগছাসের সদস্য সচিব শাহিন মিয়া বলেন, “এক বছর ধরে আমরা দাবি জানাচ্ছি। দৃশ্যমানভাবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত উপাচার্য ভবন থেকে সরব না।”
অন্যদিকে উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম শিক্ষার্থীদের দাবিকে যৌক্তিক আখ্যা দিয়ে বলেন, “জকসুর নীতিমালা চূড়ান্ত করতে কমিটি কাজ করছে। হাতে পেলেই মঙ্গলবার সিন্ডিকেট সভায় অনুমোদন হবে। এরপর ইউজিসিতে পাঠানো হবে। অধ্যাদেশ এলেই রোডম্যাপ ঘোষণা সম্ভব হবে।”
তিনি আরও জানান, সম্পূরক বৃত্তি অল্প সময়ের মধ্যেই বাস্তবায়িত হবে।
এদিকে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে পরিস্থিতি শান্ত রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।