- ১৩ অক্টোবর, ২০২৫
জুলাই গণঅভ্যুত্থানকে ‘কালো শক্তি’ আখ্যা দেওয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীর সেগুনবাগিচায় তার বাসার সামনে অবস্থান নিয়েছে কয়েকটি সংগঠনের কর্মীরা।
সোমবার (২৫ আগস্ট) সকালে কনকর্ড টাওয়ারের সামনে ‘বিপ্লবী ছাত্র জনতা’, ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’ ও ‘জুলাই রাজবন্দী’সহ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা একত্র হয়ে বিক্ষোভ করে। এ সময় তারা নানা স্লোগান দিয়ে ফজলুর রহমানকে গ্রেফতারের দাবি তোলে।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় ফজলুর রহমানকে বিএনপির পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাকে ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
সকালে তার বাসার সামনে হঠাৎ জড়ো হয়ে বিক্ষোভ শুরু করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান নেয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন জানান, “কিছু আন্দোলনকারী ফজলুর রহমানের বাসার সামনে অবস্থান নেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছে এবং তাদের সঙ্গে কথা বলছে।”
এ ঘটনায় এলাকায় কিছুটা উত্তেজনা বিরাজ করছে, তবে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।