Monday, January 12, 2026

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিবিএ সি-ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯০ শতাংশের বেশি


ছবিঃ জবির ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে উপাচার্যসহ সংশ্লিষ্টরা (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের বিবিএ প্রথম বর্ষের সি-ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ) ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) একযোগে একাধিক কেন্দ্রে এই পরীক্ষা আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিজনেস স্টাডিজ অনুষদের মোট ৫২০টি আসনের জন্য ২০ হাজার ৬৮৬ জন ভর্তিচ্ছু আবেদন করেন। এর মধ্যে ১৮ হাজার ৬৩০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। সে হিসাবে উপস্থিতির হার দাঁড়িয়েছে ৯০ দশমিক শূন্য ৬ শতাংশ, যা কর্তৃপক্ষের মতে সন্তোষজনক।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাইস্কুল এবং বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ মোট চারটি কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রতিটি কেন্দ্রেই পর্যাপ্ত নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করা হয়।

পরীক্ষা চলাকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন পরীক্ষাকক্ষ পরিদর্শন করেন। এ সময় তিনি পরীক্ষার পরিবেশ, ব্যবস্থাপনা এবং পরীক্ষার্থীদের সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পরিদর্শনের সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মো. গিয়াস উদ্দিন, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম এবং গবেষণা সেলের পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হকসহ অনুষদের একাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ভর্তি পরীক্ষার ফলাফল ও পরবর্তী ভর্তি কার্যক্রমের সময়সূচি শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন