Monday, January 19, 2026

জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমিতে ডিপিএড প্রোগ্রামে ভর্তি শুরু ২৬ নভেম্বর


ফাইল ছবিঃ জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) পরিচালিত ‘ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড)’ প্রোগ্রামে আগামী জানুয়ারি-অক্টোবর ২০২৬ সেশনের জন্য ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে। এই প্রোগ্রামটির মেয়াদ হবে ১০ মাস। আবেদন শুরু হবে আগামী বুধবার, ২৬ নভেম্বর থেকে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই প্রোগ্রামটি শিক্ষাবিষয়ক ক্যারিয়ার গঠনে সহায়ক হবে। ডিপিএড কোর্স সম্পন্ন প্রার্থীরা শিক্ষকতা, শিক্ষাবিষয়ক গবেষণা এবং জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় কাজের সুযোগ পাবেন।

ভর্তি কার্যক্রম অনলাইনে সম্পন্ন হবে। দেশের ১২টি প্রাথমিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান (পিটিআই)-তে আসন সংখ্যা ও স্থান অনুযায়ী বিতরণ করা হয়েছে। ঢাকা পিটিআই-তে ৯০, চট্টগ্রাম-১৫০, রাজশাহী-১২০, রংপুর-১২০, সিলেট-৯০, বরিশাল-১২০, ময়মনসিংহ-১৫০, যশোর-১২০, কুমিল্লা-১২০, জয়দেবপুর-৯০, দিনাজপুর-১২০ ও বগুড়া-১২০।

ভর্তির যোগ্যতা:

  1. প্রার্থীকে বাংলাদেশী স্থায়ী নাগরিক হতে হবে।

  2. কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা অধিভুক্ত কলেজ থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।

  3. শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়।

  4. বয়স উন্মুক্ত।

আবেদন ও পরীক্ষা:

  1. আবেদন শুরুর তারিখ: ২৬ নভেম্বর ২০২৫, সকাল ১০:৩০

  2. আবেদন শেষ সময়: ১৯ ডিসেম্বর ২০২৫, রাত ১১:৫৯

  3. ভর্তি পরীক্ষা: ২৪ ডিসেম্বর ২০২৫, সকাল ১১টা, সংশ্লিষ্ট পিটিআইতে

  4. পরীক্ষা: ৫০ নম্বর, বহুনির্বাচনী (বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান), সময় ৫০ মিনিট

  5. ভর্তি নির্ধারিত হবে মেধাক্রম অনুসারে

কোর্স ফি:

প্রতি সেমিস্টারে ৬০০০ টাকা, দুই সেমিস্টারের মোট ফি ১২০০০ টাকা।

ক্লাস শুরুর তারিখ: ১ জানুয়ারি ২০২৬।

অনলাইন আবেদন ও প্রবেশপত্র:

আবেদন করতে হবে https://napeinfo.com/dped লিংকে। ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২০ ডিসেম্বর বিকেল ৪টার পর https://napeinfo.com/dped/admit লিংক থেকে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, কোর্সটি সরকারি চাকরির নিশ্চয়তা প্রদান করে না। তবে শিক্ষকতা ও শিক্ষা সংক্রান্ত ক্যারিয়ারের জন্য এটি গুরুত্বপূর্ণ একটি যোগ্যতা অর্জনের সুযোগ।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন