Friday, December 5, 2025

আন্তর্জাতিক অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে রপ্তানি সহজ করল কেন্দ্রীয় ব্যাংক


প্রতীকী ছবিঃ বাংলাদেশ ব্যাংক (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

এখন থেকে রপ্তানিকারকরা আন্তর্জাতিক অনলাইন প্ল্যাটফর্ম থেকে প্রাপ্ত আদেশের ভিত্তিতে সরাসরি পণ্য বিক্রি করতে পারবেন। কেন্দ্রীয় ব্যাংকের সোমবার প্রকাশিত সার্কুলারে এ ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে চালু করার তথ্য জানানো হয়েছে। এ কাঠামোতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিজনেস-টু-বিজনেস-টু-কনজিউমার (বি২বি২সি) মডেল ব্যবহার করা হবে, যেখানে অনলাইন প্ল্যাটফর্ম কেবল মধ্যস্থতাকারী হিসেবে কাজ করবে।

সার্কুলারে বলা হয়েছে, রপ্তানিকারকরা বিশ্বব্যাপী সুপরিচিত অনলাইন মার্কেটপ্লেস বা প্ল্যাটফর্মের মাধ্যমে পণ্য বিক্রির সুযোগ পাবেন। বৈদেশিক মুদ্রার লেনদেনে অনুমোদিত (এডি) ব্যাংক শাখাগুলো এই রপ্তানি কার্যক্রম পরিচালনা করবে। এই মডেলে বিদেশি ক্রেতা সরাসরি নয়, বরং মার্কেটপ্লেস বা তৃতীয় পক্ষের ওয়্যারহাউস মধ্যস্থতাকারী হিসেবে থাকবে।

রপ্তানি কার্যক্রম শুরু করার জন্য, রপ্তানিকারককে বৈশ্বিকভাবে স্বীকৃত অনলাইন প্ল্যাটফর্ম বা ওয়্যারহাউসের নিবন্ধনের প্রমাণপত্র এডি ব্যাংকের কাছে দাখিল করতে হবে। বি২বি২সি কাঠামোতে সাধারণত প্রচলিত বিক্রয় চুক্তি থাকে না; রপ্তানিকারকরা প্রোফর্মা ইনভয়েসের মাধ্যমে পণ্যের ন্যায্যমূল্য ঘোষণা করতে পারবেন। এছাড়া, ওয়্যারহাউস বা অন্যান্য সেবা প্রদানকারীর মাধ্যমে প্রাপ্ত শিপিং ডকুমেন্টও ব্যাংক গ্রহণ করবে।

রপ্তানি আয়ের ক্ষেত্রে, এডি ব্যাংক স্বাভাবিক ব্যাংকিং চ্যানেল বা আন্তর্জাতিক পেমেন্ট সার্ভিস অপারেটরের মাধ্যমে প্রাপ্ত অর্থ গ্রহণ করবে। এ ধরনের প্ল্যাটফর্মভিত্তিক রপ্তানিতে অর্থপ্রাপ্তি একাধিক চ্যানেলের মাধ্যমে আসলেও ব্যাংক ফার্স্ট-ইন, ফার্স্ট-আউট নীতিতে আয়ের হিসাব সমন্বয় করবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন