- ০৪ ডিসেম্বর, ২০২৫
স্টাফ রিপোর্ট: PNN
বাংলাদেশ ও পাকিস্তান সমুদ্র পরিবহনে সহযোগিতা জোরদারের লক্ষ্যে আনুষ্ঠানিক অংশীদারত্ব স্থাপনের প্রস্তাব দিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের সমুদ্রবিষয়ক মন্ত্রী মুহাম্মদ জুনাইদ আনোয়ার চৌধুরী গত সোমবার যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশের নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠকে এই প্রস্তাব দেন।
প্রস্তাবিত অংশীদারত্বে পণ্য পরিবহনের ক্ষেত্রে যৌথ কনটেইনার ও বাল্ক শিপিং সেবা, কারিগরি প্রশিক্ষণ কর্মসূচি, সামুদ্রিক নিরাপত্তা এবং নাবিকদের দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ, পাশাপাশি পারস্পরিক বন্দর-কল সুবিধা ও উচ্চপর্যায়ের কূটনৈতিক ও প্রযুক্তিগত সম্পৃক্ততা জোরদারের বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে।
জুনাইদ আনোয়ার আইএমও ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)–এর মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মের মাধ্যমে এবং আঞ্চলিক সামুদ্রিক গোষ্ঠীগুলোর সহযোগিতায় বাংলাদেশের সঙ্গে কার্যকর কাঠামো তৈরি করার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, কেপিটির ক্রমবর্ধমান সক্ষমতা, বন্দর আধুনিকীকরণ উদ্যোগ এবং দ্রুত টার্নঅ্যারাউন্ড সময় আঞ্চলিক বাণিজ্য প্রবাহকে জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্ত্রী আরও উল্লেখ করেন, বন্দর থেকে বন্দরের ঘনিষ্ঠ সহযোগিতা সরবরাহ সংক্রান্ত চ্যালেঞ্জ কমাতে, আঞ্চলিক প্রতিবন্ধকতা দূর করতে এবং দক্ষিণ এশিয়াজুড়ে বাণিজ্যিক সংহতি বৃদ্ধিতে সহায়ক হবে। এই প্রস্তাব বাস্তবায়িত হলে বাংলাদেশ–পাকিস্তান সমুদ্র বাণিজ্যে নতুন যুগের সূচনা হতে পারে।