Monday, January 19, 2026

নোয়াখালী নতুন দল হিসেবে যোগ, ছয় দল নিয়ে হবে বিপিএল ১২তম আসর


ফাইল ছবিঃ বিপিএলের ট্রফি (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

আগামী ১২তম বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবার পাঁচ দলের পরিবর্তে ছয়টি দল নিয়ে মাঠে গড়াবে। প্রথমবার টুর্নামেন্টে অংশ নেবে নোয়াখালীর নতুন দল ‘নোয়াখালী এক্সপ্রেস’, যা দেশ ট্রাভেলসের মালিকানাধীন।

বিপিএল গভর্নিং কাউন্সিল নিশ্চিত করেছে, আগামী ২৭ নভেম্বরের মধ্যে সব দলকে ব্যাংক গ্যারান্টি জমা দিতে হবে। এই শর্ত পূরণের পরেই আনুষ্ঠানিকভাবে ছয় দল নিয়ে আসর শুরু হবে।

এর আগে বিপিএলে অংশ নেওয়া দলগুলো হল: রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, রাজশাহী ওয়ারিয়র্স এবং চিটাগং রয়েলস। এবারের আসরে প্লেয়ার্স ড্রাফটের পরিবর্তে হবে অকশন সিস্টেম।

বিপিএলের নিলাম অনুষ্ঠিত হবে আগামী ৩০ নভেম্বর। টুর্নামেন্ট শুরু হবে ১৯ ডিসেম্বর সিলেট পর্ব দিয়ে এবং ফাইনাল খেলা হবে ২৩ জানুয়ারি। এবারও বিপিএল ক্রিকেটপ্রেমীদের জন্য উত্তেজনা এবং প্রতিযোগিতায় ভরা আসন হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন