Monday, January 19, 2026

এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে


ছবিঃ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার চিকিৎসকদের বরাতে জানা গেছে, খালেদা জিয়াকে হৃদয় ও ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়ায় শ্বাসকষ্ট দেখা দিয়েছে। এই কারণে তাকে বিশেষ যত্নে রাখা হয়েছে।

দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, সোমবার (২৪ নভেম্বর) খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন, “চেয়ারপারসন মহান আল্লাহর কাছে দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। মেডিকেল বোর্ড তার শারীরিক অবস্থা গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় সব চিকিৎসা প্রদান করছে।”

খালেদা জিয়াকে রোববার (২৩ নভেম্বর) রাতে হাসপাতালে ভর্তি করা হয়। তারপর থেকে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান খালেদা জিয়া। ১১৭ দিন অবস্থান শেষে ৬ মে দেশে ফেরার পর থেকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন