- ০৪ ডিসেম্বর, ২০২৫
PNN নিউজ ডেস্ক। চাঁদপুর
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা শাখার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সমন্বয়কারী বদিউল আলম বাবু সামাজিক ও রাজনৈতিক অগত্যা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, শাখার সিনিয়র নেতাদের আচরণ ও ভাষা “দুর্ভিক্ষপূর্ণ” এবং এমন অনৈতিক পরিবেশে তিনি সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে পারছেন না।
গত সোমবার রাতে নিজের ফেসবুক আইডিতে বদিউল আলম বাবু পদত্যাগের ঘোষণা দেন। তিনি লিখেন, “অসহায় মানুষের পাশে থাকার স্বার্থে রাজনীতিতে এসেছি। দীর্ঘদিন শাখার যুগ্ম সমন্বয়কারী হিসেবে সক্রিয় ছিলাম, কিন্তু সিনিয়রদের মুখের ভাষায় এমন দুর্ভিক্ষ দেখা দিয়েছে যা মেনে নেওয়া সম্ভব নয়। এমন নিকৃষ্ট মানের সিনিয়রদের সঙ্গে রাজনীতি করার কোনো ইচ্ছে আমার নেই। তাই নিজেকে স্বেচ্ছায় কমিটি থেকে প্রত্যাহার করছি।”
বদিউল আলমের এই সিদ্ধান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকেই তার পদত্যাগকে ‘ন্যায় ও সাহসী প্রতিফলন’ হিসেবে উল্লেখ করছেন। মন্তব্যে লেখেন জাকির হোসেন কামাল, “এই স্বার্থপর, আত্মকেন্দ্রিক রাজনীতিতে কেউ মানিয়ে চলতে পারে না। বিবেকবান মানুষ এতে টিকে থাকতে পারে না।” আরেকজন মুরাদ হাসান নাফি লিখেছেন, “আপনার সিদ্ধান্তে আত্মসম্মান ও নীতির প্রতি শ্রদ্ধা। এটি ভবিষ্যতে আপনাকে আরও শক্তিশালী করবে।”
এনসিপির চাঁদপুর জেলা যুগ্ম সমন্বয়কারী মো: ফরহাদ আহমেদ জানান, বদিউল আলম বাবু ফেসবুকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন, তবে অফিসিয়াল পদত্যাগপত্র এখনও জমা দেননি।
নিজের অবস্থান ব্যাখ্যা করে বদিউল আলম বাবু বলেন, “রাজনীতির মাঠে মত প্রকাশের স্বাধীনতা সবার জন্য থাকা উচিত। হুমকি, ধামকি ও গালাগালি কখনো রাজনীতির পথকে সুগম করে না। এমন কমিটিতে থেকে আমি সাধারণ মানুষের পাশে থেকে আমার লক্ষ্য অর্জন করতে পারব না। তাই নিজেকে সরিয়ে নিয়েছি।”
উল্লেখ্য, বদিউল আলম বাবু দীর্ঘদিন এনসিপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং স্থানীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ছিলেন। তিনি শিক্ষাগতভাবে রসায়নে মাস্টার্স ডিগ্রী অর্জন করেছেন এবং বর্তমানে শিক্ষকতা পেশায় নিযুক্ত রয়েছেন। এছাড়া তিনি ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের মতলব দক্ষিণ উপজেলা সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।