Tuesday, October 14, 2025

জাকসু নির্বাচনে অসংগতির অভিযোগ, ছাত্রদল ভোট বর্জনের ঘোষণা


ছবিঃ জাকসু নির্বাচনে সহ-সভাপতি প্রার্থী আরিফুল্লাহ আদিবের অভিযোগ (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | ঢাকা:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ভোট গ্রহণ চলাকালীন সময় নানা অসংগতিসহ অভিযোগে ছাত্রদল নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে। ছাত্রদল–সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী তানজিলা হোসাইন (বৈশাখী) বৃহস্পতিবার বিকেল চারটায় মওলানা ভাসানী হলে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

তানজিলা হোসাইন অভিযোগ করেন, ফজিলাতুন্নেসা হলে ভোটারের আঙুলে দেওয়া কালি মুছে যাচ্ছিল, একটি ব্যালট ফ্লোরে পাওয়া গেছে এবং ফলে কিছু সময়ের জন্য ভোট বন্ধ রাখা হয়েছিল। এছাড়া সহসভাপতি পদপ্রার্থীকে এক হলে প্রবেশ করতে দেওয়া হয়নি, তাজউদ্দীন হলে ভোটার লিস্টে ছবি না থাকায় ভোট স্থগিত ছিল। তিনি দাবি করেন, জামায়াত-নেতৃক প্রিন্ট করা অতিরিক্ত ব্যালট ব্যবহার করা হচ্ছে এবং ছাত্রদলের এজেন্টদের ভোটকেন্দ্রে বাধা দেওয়া হচ্ছে। তানজিলা হোসাইন বলেন, “এটি একটি পরিপূর্ণ কারচুপির নির্বাচন, প্রহসনের নির্বাচন।”

এ সময় প্যানেলের সহসভাপতি পদপ্রার্থী শেখ সাদী হাসানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, একই নির্বাচনকে ঘিরে সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী আরিফুল্লাহ আদিব অভিযোগ করেছেন, ছাত্রদল ও বিএনপির বহিরাগতরা বিভিন্ন ভোটকেন্দ্রে অবস্থান নিয়ে ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তিনি বলেন, ছাত্রদলের সাবেক সভাপতি পারভেজ মল্লিকের নেতৃত্বে বিশ মাইল গেট, রবীন্দ্রনাথ হল, ভাসানী হল এবং ১০ ও ২১ নম্বর হলসহ কয়েকটি ভোটকেন্দ্রে তারা অবস্থান করছে। জাহানারা হলের গার্ডকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

আরিফুল্লাহ অভিযোগ করেছেন, সালাম-বরকত হলে ভোটার সংখ্যা ২৯৩, কিন্তু ৪০০টি ব্যালট পাঠানো হয়েছে, যা ভোট কারচুপির সম্ভাবনা তৈরি করছে। তাজউদ্দীন হলে শিক্ষার্থীরা ভোট কারচুপির অভিযোগ করেছেন। এছাড়া ভোট প্রদানের জন্য কালি দেওয়ার ব্যবস্থা করা হয়নি, যা পরিকল্পিত ভোট রিগিংয়ের সম্ভাবনা তৈরি করে। তিনি প্রশাসনকে দোষারোপ করে বলেন, বহিরাগতদের দমন না করায় পুলিশ প্রশাসন দুর্বলতার পরিচয় দিয়েছে।

জাকসু নির্বাচনের এই পরিস্থিতি শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে এবং সুষ্ঠু ভোটের নিশ্চয়তা দেওয়ার জন্য প্রশাসনের প্রতি চাপ বৃদ্ধি পেয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন