Tuesday, October 14, 2025

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা


ফাইল ছবিঃজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | ঢাকা:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) যেকোনো ধরনের র‍্যাগিং কঠোরভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ ২০১৮ এর ৫(ঙ) ধারা অনুযায়ী ক্যাম্পাস, হল বা বিভাগের ভেতরে টিজ, র‍্যাগিং কিংবা যেকোনো ধরনের নির্যাতনমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ কঠোরভাবে নিষিদ্ধ।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, র‍্যাগিং একটি শাস্তিযোগ্য অপরাধ এবং অপরাধের মাত্রা অনুযায়ী শাস্তি হতে পারে সাময়িক বহিষ্কার থেকে স্থায়ী বহিষ্কার পর্যন্ত। শিক্ষার্থীদের র‍্যাগিং প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন