- ১৩ অক্টোবর, ২০২৫
স্টাফ রিপোর্টার | PNN:
আসন্ন ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ঘিরে অনিশ্চয়তা কাটাতে বিএনপি ও জামায়াতে ইসলামীকে একজোট হয়ে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান। তিনি বলেন, “মাত্র সাত বছর আগে দুই দল একই প্রতীকে নির্বাচন করেছে। এবারও যদি বৃহত্তর জাতীয় স্বার্থে একজোট হয়, তবে অনিশ্চয়তার জায়গা থাকবে না।”
শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে এবি শ্রমিক পার্টির প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনের সভাপতিত্ব করেন কেন্দ্রীয় নেতা শেখ জামাল উদ্দিন এবং সঞ্চালনা করেন শ্রমিকবিষয়ক সহসম্পাদক আজিজা সুলতানা।
মজিবুর রহমান অভিযোগ করেন, নতুন রাজনৈতিক দলগুলো পারস্পরিক দ্বন্দ্বে ব্যস্ত হয়ে পড়ায় দেশের অগ্রগতি বাধাগ্রস্ত হয়েছে। তিনি বলেন, “আমাদেরও কখনো হঠাৎ দ্রুত নির্বাচনের পথে হাঁটার প্রবণতা ছিল। কিন্তু এবি পার্টি মনে করে আগে দেশকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে হবে, তারপর রাজনৈতিক প্রতিযোগিতা।”
তিনি আরও বলেন, জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে ঐকমত্যের কাছাকাছি পৌঁছানো গেলেও রাজপথে কর্মসূচি নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। বিএনপি–জামায়াত একত্রিত হলে সেই অনিশ্চয়তা কেটে যাবে বলে তার বিশ্বাস।
গণহত্যার দায়ীদের বিচারের দাবি জানিয়ে এবি চেয়ারম্যান বলেন, “যারা জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে এবং গণতন্ত্র কেড়ে নিয়েছে, তাদের আইনের আওতায় আনা উচিত।”
শ্রমিকদের ভূমিকা তুলে ধরে তিনি আহ্বান জানান, রাজনৈতিক দলগুলো যেন নিজেদের স্লোগান স্থগিত রেখে জনগণের স্লোগানকে অগ্রাধিকার দেয়। তার মতে, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা গেলে শ্রমিকদের মাধ্যমেই দেশের পরিবর্তন সম্ভব।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী অর্থ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, আব্দুল হালিম নান্নু, রমনা থানা আহ্বায়ক আব্দুল কাদের মুন্সীসহ অনেকে।