Tuesday, October 14, 2025

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা রোববার, ভর্তিসহ অন্যান্য কার্যক্রম চলবে


ছবিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | ঢাকা:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কর্তৃপক্ষ আগামীকাল রবিবার (১৪ সেপ্টেম্বর) একদিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এদিন বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে পূর্বনির্ধারিত ভর্তি কার্যক্রম যথারীতি চলবে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার (১৫ সেপ্টেম্বর) থেকে বিশ্ববিদ্যালয়ের সব অফিস ও ক্লাস আবার স্বাভাবিকভাবে শুরু হবে। তবে পূর্বনির্ধারিত সব চূড়ান্ত পরীক্ষা আপাতত স্থগিত থাকবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ এবং পরবর্তী ভোট গণনা সহ চার দিনব্যাপী কার্যক্রমের কারণে এই বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রম রোববার যথারীতি চলবে। সংশ্লিষ্ট দফতরগুলো খোলা থাকবে এবং ভর্তির কাজে যুক্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অফিসে উপস্থিত থাকার নির্দেশ দেয়া হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন