Tuesday, October 14, 2025

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে প্রস্তাব অগ্রহণযোগ্য: বিএনপির সালাহউদ্দিন আহমদ


ফাইল ছবিঃ সালাহউদ্দিন আহমদ (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | ঢাকা:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের যে প্রস্তাবগুলো এসেছে, তা সাধারণভাবে অগ্রহণযোগ্য এবং যৌক্তিক নয়। তবে তিনি আশা প্রকাশ করেন, আলোচনার মাধ্যমে কোনো সমাধানমুখী সিদ্ধান্তে পৌঁছালে বিএনপি খুশি হবে। কারণ, এই অনিশ্চয়তা বেশি দিন অব্যাহত রাখা যাবে না।

গত বৃহস্পতিবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনায় তিনি এ মন্তব্য করেন। সালাহউদ্দিন বলেন, “সংসদ বা গণপরিষদ গঠন করা হয় সংবিধানের মৌলিক কাঠামো বা ‘বেসিক স্ট্রাকচার’ পরিবর্তনের ক্ষেত্রে। শ্রীলঙ্কার মতো কিছু দেশের উদাহরণ অনুসরণ করে বাংলাদেশেও এটি করা যেতে পারে।”

তিনি আরও বলেন, প্রস্তাবিত সংস্কারগুলো বাস্তবায়নের ক্ষেত্রে কনস্টিটিউশনাল বৈধতা নিশ্চিত করতে হবে। গণভোট এবং সংসদ অনুমোদনের মাধ্যমে জনগণের অভিপ্রায় সংবিধানে অন্তর্ভুক্ত হলে তা টেকসই ও বৈধ হবে। অন্যথায়, প্রস্তাবগুলো আইনি জটিলতার কারণে কার্যকর করা কঠিন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা চাই এই সংস্কারগুলো জাতীয় প্রতিশ্রুতির মাধ্যমে গ্রহণযোগ্য হোক এবং পরবর্তী সংসদ ও সরকার তা বাস্তবায়ন করবে। এটি শুধুমাত্র দলীয় নয়, জাতির দীর্ঘমেয়াদি স্বার্থে জরুরি।”

তিনি সংবিধান সংশোধনের প্রক্রিয়া, প্রেসিডেন্টের অধিকার, আদালতের ভূমিকা ও আইনগত বাধ্যবাধকতা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন এবং বলেন, “সঠিক আইনগত ভিত্তি ছাড়া কোনো প্রস্তাব কার্যকর করা সম্ভব নয়। তাই আলোচনার মাধ্যমে বাস্তবায়নযোগ্য পদক্ষেপ নেওয়া প্রয়োজন।”

বিএনপি নেতা উল্লেখ করেন, একটি জাতীয় কমিটমেন্ট গঠন করে সব রাজনৈতিক দল প্রতিশ্রুতিবদ্ধ হলে সংস্কার কার্যকর ও টেকসই হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন